বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মহাকালের সমাপ্তি গৃহ বধূ থেকে আপষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি কার্যালয়ে জামায়াত নেতারা, শোক বইতে স্বাক্ষর রাষ্ট্রীয় শোকের ৩ দিন আতশবাজি-ফানুস ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিষিদ্ধ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা শহীদ হাদির মায়ের চিকিৎসার খোঁজ নিলেন জামায়াত আমির সামর্থ্যের বাইরে গিয়ে কোনো মিথ্যা আশ্বাস দেবে না জামায়াত:জামায়াত আমির খালেদা জিয়া আপসহীনতার উপমা হিসেবে অমর হয়ে থাকবেন:হাসনাত আবদুল্লাহ খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন জয়শঙ্কর বিএনপি থেকে রুমিন ফারহানা বহিষ্কার ৩১ ডিসেম্বরের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত

সিডনিতে সাংবাদিকদের সম্মানে ক্যারিস্টন ডেভেলপমেন্ট ও ব্রিঙ্গেলি গ্রোভের মিলনমেলা অনুষ্ঠিত

সিডনি অফিস :স্থানীয় সময় আজ ২২ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যায় সিডনির লাকেম্বাস্থ গ্রামীণ রেস্টুরেন্টে ক্যারিস্টন ডেভেলপমেন্ট লিমিটেড ও ব্রিঙ্গেলি গ্রোভের যৌথ উদ্যোগে সাংবাদিকদের সম্মানে এক বর্ষশেষ নৈশভোজ ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে ক্যারিস্টন ডেভেলপমেন্ট ও ব্রিঙ্গেলি গ্রোভের একটি প্রেজেন্টেশন ভিডিও প্রদর্শন করা হয়, যেখানে তাদের চলমান কার্যক্রম এবং ওয়েস্টার্ন সিডনিতে নির্মাণাধীন নতুন আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ল্যান্ড প্রজেক্টের বিস্তারিত তুলে ধরা হয়।
কোম্পানির পক্ষে মি. বব বর্তমান জমির বাজারমূল্য এবং বিমানবন্দর নির্মাণ সম্পন্ন হলে সম্ভাব্য মূল্যবৃদ্ধি ও নানা বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন। তিনি জানান, সহজ কিস্তির মাধ্যমে এসব ল্যান্ড প্যাকেজ ক্রয়ের সুযোগ রয়েছে।
ভিডিও প্রদর্শনের পর ক্যারিস্টন ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড এর চেয়ারম্যান মাইদুর রহমান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এরপর একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্রথমে প্রশ্ন করেন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মাদ আবদুল মতিন। পরে প্রশ্ন করেন কাউন্সিলর মাসুদ চৌধুরী। আয়োজকদের পক্ষ থেকে সকল প্রশ্নের সন্তোষজনক উত্তর প্রদান করা হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক কাউন্সিলর এবং লিবারেল পার্টি অস্ট্রেলিয়ার লাকেম্বা ব্রাঞ্চের সভাপতি মোহাম্মাদ জামান টিটু। অনুষ্ঠানে সিডনির শীর্ষস্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বছরজুড়ে সাংবাদিকদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও নিরলস পরিশ্রমের প্রতি সম্মান জানানো এবং কমিউনিটি সচেতনতা বৃদ্ধি, সামাজিক উন্নয়ন ও একটি নিরাপদ সমাজ বিনির্মাণে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি দিতেই এই ব্যতিক্রমধর্মী আয়োজন।
সংক্ষিপ্ত বক্তব্যে আয়োজকরা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে কমিউনিটির কণ্ঠস্বর তুলে ধরতে তাদের ভূমিকা অনস্বীকার্য। ভবিষ্যতেও গণমাধ্যমকর্মীদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
অনানুষ্ঠানিক ও আন্তরিক পরিবেশে আয়োজিত এই বর্ষশেষ অনুষ্ঠানে অতিথিরা পারস্পরিক মতবিনিময় করেন। সৌহার্দ্যপূর্ণ আড্ডা ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটি অত্যন্ত সফল ও প্রাণবন্তভাবে সম্পন্ন হয়

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025