শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন

বিজয় দিবসে নরেদ্র মোদির পোস্ট, নেই বাংলাদেশের নাম

মহান বিজয় দিবস উপলক্ষ্যে একটি পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এ পোস্টে কোথাও বাংলাদেশের নাম উল্লেখ করেননি তিনি।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি একটি পোস্ট করেন। সেখানে তিনি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরকে ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করলেও পোস্টে বাংলাদেশের নাম একবারও উল্লেখ করেননি।

পেস্টে মোদি লেখেন, বিজয় দিবসে আমরা সেই বীর সৈনিকদের স্মরণ করি, যাদের সাহস ও আত্মত্যাগের ফলেই ১৯৭১ সালে ভারত এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছিল। তাদের অটল সংকল্প ও নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে সুরক্ষিত করেছে এবং ইতিহাসে গর্বের এক স্বর্ণালি অধ্যায় রচনা করেছে।

তিনি লেখেন, এ দিনটি তাদের বীরত্বের প্রতি আমাদের সশ্রদ্ধ অভিবাদন এবং তাদের অতুলনীয় মনোবলের স্মারক। তাদের বীরত্ব আজও প্রজন্মের পর প্রজন্ম ধরে দেশবাসীকে অনুপ্রাণিত করে চলেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025