শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন

বায়তুল মোকাদ্দাসের প্রধান মুয়াজ্জিন মারা গেছেন

ফিলিস্তিনের পবিত্র মসজিদে আকসার প্রসিদ্ধ মুয়াজ্জিন ও ক্বারী শায়েখ ইয়াসির কালইয়াবু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

স্থানীয় সময় শুক্রবার (১২ ডিসেম্বর) মসজিদে আকসায় জুমার নামাজের সময় তার ইন্তেকালের ঘোষণা দেওয়া হয়। পরে আসর নামাজের পর তার জানাজা সম্পন্ন হয় এবং বাব আল-সাহেরা প্রান্তরে তার মরদেহ দাফন করা হয়।

মিসরীয় সংবাদমাধ্যম আল-ইয়াওম আল-সাবি জানিয়েছে, শায়খ ইয়াসির কালইয়াবু ছিলেন ওইসব ফিলিস্তিনিদের অন্তর্ভুক্ত যারা মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তার সুললিত কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত ও আজানের ধ্বনিতে আল-আকসা প্রান্তরে প্রকম্পিত হতো।

শায়খ ইয়াসির ছিলেন একমাত্র ব্যক্তিত্ব যিনি পবিত্র কোরআন রেকর্ড করেছিলেন এবং আলআকসা প্রাঙ্গণে বিভিন্ন ইসলামি আলোচনা অনুষ্ঠানে নিয়মিত অংশ নিতেন। সারাজীবন তিনি আলআকসা মসজিদে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন এবং পবিত্র স্থানের কুরআন তেলাওয়াত চক্রে অংশগ্রহণ নিতেন।

তিনি ফিলিস্তিনের অন্যতম বিশিষ্ট বাসিন্দা ছিলেন।শেখ ইয়াসের কেবল একজন সাধারণ মুয়াজ্জিন এবং ক্বারী ছিলেন না, বরং আল-আকসা মসজিদ, এর লোকজন এবং দর্শনার্থীদের নামের সাথে যুক্ত বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্বদের একজন হিসেবে বিবেচিত হন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025