শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন

খুলনা-১ আসনে জামায়াতের নতুন প্রার্থী কৃষ্ণ নন্দী

খুলনা-১ আসনে (বটিয়াঘাটা ও দাকোপ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী পরিবর্তন করা হয়েছে। আসনটিতে নতুন প্রার্থী হিসেবে দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীর নাম।

জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হোসাইন জানান, গত ১ ডিসেম্বর খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে এসে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এ সিদ্ধান্ত দিয়ে যাওয়ার পর বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে স্থানীয় পর্যায়ের নেতাদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয় এবং ওই সিদ্ধান্তই বহাল থাকে।

দলীয় সূত্রে জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারি খুলনার ছয়টি আসনের জন্য জামায়াতের প্রার্থী ঘোষণা করা হয় আনুষ্ঠানিকভাবে।

এর মধ্যে বাকি পাঁচটি আসনের প্রার্থী ঠিক থাকলেও শুধু খুলনা-১ আসনে প্রার্থী পরিবর্তন করে হিন্দু প্রার্থী করা ঘোষণা করা হয়েছে। আসনটিতে ঘোষণার প্রায় ১০ মাসের ব্যবধানে প্রার্থী পরিবর্তন করলো দলটি। আর খুলনায় প্রথম জামায়াতে হিন্দু প্রার্থী দিল দলটি।খুলনা-১ আসনটি দাকোপ ও বটিয়াঘাটা উপজেলা নিয়ে গঠিত।

সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩ হাজার ৫৪২ জন। এর মধ্যে ঠিক কতজন হিন্দু ভোটার সেটি জানা না গেলেও একাধিক সূত্র বলছে অন্তত ৪০ থেকে ৪২ শতাংশই হিন্দু ভোটার। এজন্য জামায়াতের মতো একটি ইসলামিক দলও শেষ পর্যন্ত হিন্দু প্রার্থী খুঁজে নিয়েছে। যদিও ওই প্রার্থী পার্শ্ববর্তী খুলনা-৫ আসনের তথা ডুমুরিয়ার বাসিন্দা।
যিনি ইতঃপূর্বে মিয়া গোলাম পরওয়ারের পক্ষে একাধিক সমাবেশে যোগ দিয়ে বলেছেন, নতুন প্রজন্মের প্রথম ভোট, দাঁড়িপাল্লার পক্ষে হোক।গত ৩১ অক্টোবর ডুমুরিয়া স্বাধীনতা চত্বরের হিন্দু সমাবেশও হয় তার সভাপতিত্বে। যেখানে প্রধান অতিথি ছিলেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের জামায়াতের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার। সর্বশেষ গত ২১ ডুমুরিয়ার শাহপুরের আন্দুলিয়া ফুটবল মাঠের ছাত্র গণজমায়েতেও একই বক্তব্য দেন কৃষ্ণ নন্দী। সর্বশেষ এখন তাকে যেতে হচ্ছে খুলনা-১ আসনে নিজের জন্য ভোট চাইতে।

জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী বলেন, আমাকে জামায়াতের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। ১ তারিখে আমিরে জামায়াত প্রার্থী ঘোষণা দিয়েছেন এবং বুধবার স্থানীয় বোর্ডে চূড়ান্ত হয়েছে। খুব শিগগির প্রচারণা শুরু করবো।

আগের ঘোষিত প্রার্থী সম্পর্কে তিনি বলেন, ১ ডিসেম্বর আমিরে জামায়াত আমাদের দু’জনকে বুকে বুক মিলিয়ে দিয়ে গেছেন। তিনি নিজেই আমার জন্য প্রচারণায় নেমেছেন। তাছাড়া জামায়াতের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই।

এর আগে জামায়াত ঘোষিত প্রার্থী মাওলানা আবু ইউসুফ বলেন, জামায়াতের সিদ্ধান্ত অনুযায়ী খুলনা-১ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী কৃষ্ণ নন্দী। তার পক্ষে আমি প্রচারণা শুরু করেছি। যেহেতু আমাকেই নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক করা হয়েছে সেহেতু সিদ্ধান্ত অনুযায়ী আমি যথা সম্ভব কাজ করবো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025