বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মেহেরপুর জেলা জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লা মার্কার বিশাল নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত। ইন্দোনেশিয়ার শক্তিশালী আগ্নেয়গিরি জেগে উঠেছে ,সর্বোচ্চ সতর্কতা ৩০ নভেম্বর থেকে বিভাগীয় সাত শহরে সমাবেশ করবে ৮ দল বিএনপি প্রার্থী সরওয়ার বলেন , গুপ্ত সংগঠনের লোকজন দিয়ে একটি মহল মশাল মিছিল করছে জামায়াত আমীরের সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত আমিরের কড়া বার্তা হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ শততম টেস্টে মুশফিককে সম্মাননা জানালেন ক্রীড়া উপদেষ্টা গণঅভ্যুত্থানে অংশীজনদের নিয়ে আসন সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছি: নুর

কিবরিয়া হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়: যুবদল সভাপতি

যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মন্তব্য করেছেন সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে যুবদলের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবদল এই সভার আয়োজন করে।

নেতাকর্মীদের উদ্দেশে যুবদল সভাপতি বলেন, আমি আপনাদের একটি অনুরোধ করছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেটা বারবার বলছেন যে, জনগণকে পাশে রেখে, জনগণের পাশে থেকে, তাদের প্রাধান্য দিয়ে আমাদের রাজনীতি করতে হবে। নির্বাচনে আমাদের মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। এজন্য প্রার্থী যাকেই দেওয়া হয়েছে, যুবদলকে তার পক্ষে নির্বাচনি কাজ করতে হবে। এই নির্বাচনে কাজ করার বিভিন্ন উপায় এবং পদ্ধতি আছ।

যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার নিন্দা জানিয়ে তিনি বলেন, গতকাল পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ১০টিরও বেশি গুলি তার গায়ে লেগেছে। এই নৃশংস হত্যাকাণ্ডের আসামিদের গ্রেফতারের দাবি জানাই। পুলিশ প্রশাসনকে অবিলম্বে হত্যাকারীদের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গ্রেফতার করার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, এই হত্যাকাণ্ড কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যারা নির্বাচন প্রলম্বিত করতে চায় কিংবা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, তারা অনেক ধরনের কৌশলী কাজ করছে যেন বাংলাদেশে নির্বাচন না হয়। নির্বাচন না হলে সেই পক্ষের লাভ, যারা ভোটের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আসতে পারবে না।

আব্দুল মোনায়েম আরও বলেন, বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার যে পরিকল্পনা দীর্ঘদিন যাবৎ করছে, তারা কিন্তু এখনো কাছেই আছে। সুতরাং, নেতাকর্মীদের প্রতি আমার নির্দেশনা- দলীয় নির্দেশনা যেটাই হোক মেনে চলতে হবে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে নির্বাচনে প্রার্থী ঘোষণা করা পর্যন্ত যুবদলের ২০২ জনকে আমরা শাস্তি দিয়েছি। কীভাবে করেছি? দলীয় শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছি।

সভা শেষে যুবদল নেতা হত্যার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি কাকরাইল থেকে শুরু হয়ে পল্টনে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025