বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
মেহেরপুর জেলা জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লা মার্কার বিশাল নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত। ইন্দোনেশিয়ার শক্তিশালী আগ্নেয়গিরি জেগে উঠেছে ,সর্বোচ্চ সতর্কতা ৩০ নভেম্বর থেকে বিভাগীয় সাত শহরে সমাবেশ করবে ৮ দল বিএনপি প্রার্থী সরওয়ার বলেন , গুপ্ত সংগঠনের লোকজন দিয়ে একটি মহল মশাল মিছিল করছে জামায়াত আমীরের সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত আমিরের কড়া বার্তা হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ শততম টেস্টে মুশফিককে সম্মাননা জানালেন ক্রীড়া উপদেষ্টা গণঅভ্যুত্থানে অংশীজনদের নিয়ে আসন সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছি: নুর

মধ্যরাতে উত্তাল বুয়েট, বিক্ষোভ ঢাবিতেও

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) এক শিক্ষার্থীর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিভিন্ন আপত্তিকর মন্তব্য ও এক সহপাঠীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার (২১ অক্টোবর) গভীর রাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে। রাত ১১টার দিকে শতাধিক শিক্ষার্থী আহসানউল্লাহ হল থেকে মিছিল নিয়ে ছাত্রকল্যাণ পরিদপ্তরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষার্থী শ্রীশান্ত রায়, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২১ ব্যাচের ছাত্র, তাঁর স্থায়ী বহিষ্কার ও গ্রেপ্তারের দাবি জানান।

অভিযোগ রয়েছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সহপাঠীদের নিয়ে অশালীন মন্তব্য করেছেন এবং আপত্তিকর কনটেন্ট ছড়িয়েছেন।

বিষয়টি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়লে ক্ষোভ ছড়িয়ে পড়ে বুয়েটজুড়ে।শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাত সাড়ে ১২টার দিকে ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. এ কে এম মাসুদ উপস্থিত হয়ে ঘোষণা দেন, অভিযুক্ত শিক্ষার্থী শ্রীশান্ত রায়-কে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

তিনি জানান, “বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ (বুধবার) সকালে উপাচার্যের সঙ্গে বৈঠক করবে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলার প্রস্তুতিও চলছে। ”চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, “অভিযুক্ত শিক্ষার্থী বর্তমানে বুয়েট প্রশাসনের হেফাজতে রয়েছে। কোনো অভিযোগ বা মামলা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ”

রাতভর চলা এই বিক্ষোভে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপের আহ্বান জানান।

ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরাও সংহতি জানিয়ে রাত পৌনে ২টার দিকে মিছিল বের করেন। তারা ভিসি চত্বর থেকে মিছিল নিয়ে বুয়েট গেট পর্যন্ত যান এবং “উই ওয়ান্ট জাস্টিস” ও “জাস্টিস ফর স্টুডেন্টস” স্লোগান দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025