Editor Panel
- ২০ অক্টোবর, ২০২৫ / ৩৭ Time View
আগামী দু-চার দিনের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ই-গেট খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি তথ্য জানান।
স্বরাষ্ট উপদেষ্টা বলেন, আমরা খুব তাড়াতাড়ি বিমানবন্দরে এই গেট খুলে দেব। পাসপোর্ট দেখিয়েই যেন যাত্রীরা ঢুকে যেতে পারেন।
আর আমরা বলে দিয়েছি ই-পাসপোর্ট বা ইলেকট্রনিক পাসপোর্ট এই ডিসেম্বরের মধ্যে মোটামুটি বিদেশেরগুলো করে দেব।বিমানবন্দরের ই-গেট কবে নাগাদ খুলে দেওয়া হবে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ই-গেট ইনস্টল হয়ে গেছে, হয়তো দু-চার দিনের মধ্যেই আমরা খুলে দেব।
এ সপ্তাহের মধ্যে খুলে দেওয়া হবে কিনা? এ প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মোটামুটি। তবে এক্সাক্টলি বলতে পারব না।
তবে পাসপোর্টের ডিজি থাকলে বলতে পারতেন।কয়েক বছর আগে ই-গেট স্থাপনের সময় বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, অল্প সময়ে কোনো ধরনের ঝামেলা ছাড়াই যাত্রীরা নিজে নিজে ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন। অর্থাৎ, ই-পাসপোর্ট নিয়ে যখন ই-পাসপোর্টধারী একজন ব্যক্তি ই-গেটের কাছে যাবেন, তখন একটি নির্দিষ্ট স্থানে ই-পাসপোর্টটি রাখলে সঙ্গে সঙ্গে গেট খুলে যাবে। নির্দিষ্ট নিয়মে গেটের নিচে দাঁড়ানোর পর ক্যামেরা ছবি তুলে নেবে।
এরপর সব ঠিকঠাক থাকলে কয়েক সেকেন্ডের মধ্যেই যাত্রী ইমিগ্রেশন পেরিয়ে যেতে পারবেন।কিন্তু যাত্রীদের অভিযোগ, এখন বিমানবন্দরের কোনো ই-গেট সচল নেই। এর সুফল পাচ্ছেন না তারা। উল্টো ইমিগ্রেশনের লম্বা লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।