বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
কঙ্গোতে নৌকা ডুবে ৭০ জন নিখোঁজ ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতের পর শক্তিশালী ভূমিকম্প এখন থেকেই তত্ত্বাবধায়ক সরকারের আদলে রাষ্ট্র পরিচালনা করুন: অন্তর্বর্তী সরকারকে খসরু দেশ এগিয়ে গেলে মা-বোনদের ভয়ে বসবাস করতে হবে না: তারেক রহমান চট্টগ্রাম বন্দর নিয়ে গোপন সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত নেতা শাহজাহান তারেক রহমানের জন্মদিন আজ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, প্রতিক্রিয়ায় যা বললো জামায়াত কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ের বাংলাদেশ সফর ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব গৃহীত

গাংনীতে মহিলা জামায়াত নেত্রীদের ওপর বিএনপির হামলা,দুই জন আহত। দাওয়াতী কাজে বাঁধা

 

নিজস্ব সংবাদদাতা :বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

মেহেরপুরের গাংনী উপজেলার ষোল টাকা ইউনিয়নের মানিকদিয়া বড় মসজিদপাড়া এলাকায় মহিলা জামায়াতের নেত্রীদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
বুধবার সকাল ১০টার দিকে দাওয়াতি কাজ চলাকালে এ হামলার ঘটনা ঘটে। এতে মহিলা জামায়াতের দুই সদস্যা আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মহিলা জামায়াতের কয়েকজন নেত্রী এলাকায় দাওয়াতি কাজে অংশ নিচ্ছিলেন। এ সময় আসাদুল ইসলামের ছেলে স্থানীয় বিএনপি নেতা হাফিজুর রহমান ও আমতৈলের মৃত সাত্তারের ছেলে বিল চান্দ তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হাতে থাকা বাঁশের কঞ্চি দিয়ে আঘাত করে। এতে হালিমা খাতুন ও জাহিরুন্নেছা নামের দুইজন বৃদ্ধ মহিলা জামায়াত সদস্যা আহত হন।আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়
আহতরা অভিযোগ করে বলেন, হামলাকারীরা হুমকি দিয়ে বলেন, “ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান মনিরের নির্দেশ এলাকায় কোনো মহিলা জামায়াত নেত্রী ভোট চাইতে পারবে না। পারলে তাদের এভাবেই শাস্তি দেওয়া হবে।

ঘটনার সময় উপস্থিত ইউনিয়ন জামায়াতের তদারককারী রমেলা খাতুন বলেন, “আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম। হঠাৎ দুই মোটরসাইকেল আরোহী এসে আমাদের গালিগালাজ শুরু করে এবং বাঁশের কঞ্চি দিয়ে আঘাত করে। এতে আমাদের দুইজন সদস্যা আহত হয়।

আহত হালিমা খাতুন জানান, “আজ আমাকে আঘাত করা হয়েছে, তবে দুই দিন আগেও চেয়ারম্যান মনিরুজ্জামান মনি নিজে আমাকে গালিগালাজ করে এবং দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন। তিনি আমাদের দাওয়াতি কার্যক্রম বন্ধ করারও নির্দেশ দেন।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেন, “আমি ঘটনার বিষয়ে জানতাম না। ওই এলাকায় ঝামেলার খবর পেয়ে সেখানে গিয়েছিলাম। কেউ আমার নাম ব্যবহার করে কিছু করলে তা খতিয়ে দেখব আমি ব্যক্তিগত ভাবে কাউকে কখনো হুমকি দেইনি। তিনি আরো বলেন মহিলা নেত্রীদের কাছে আমি দুঃখ প্রকাশ করেছি ও ক্ষমা প্রার্থনা করেছে এবং বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরায়েল বলেন আমি খবর পেয়েছি এবং আমি হেমায়েতপুর ক্যাম্পের আইসিকে যেতে বলেছি এবং বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025