শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন
মঙ্গলবার রাতে ফায়ার সার্ভিস ঢাকা সদর-১ জোন কমান্ডার মো. এনামুল হক বলেন, মিরপুর রূপনগরের অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মরদেহ সংশ্লিষ্ট থানা পুলিশের উপস্থিতিতে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। পরবর্তী কার্যক্রম আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানা পুলিশ ব্যবস্থা নেবেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মিরপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬টি লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।