শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন

শিরোনাম :
সন্ধ্যায় ঢাকা ও আশপাশে দুইবার ভূমিকম্প ঢাকায় সকালের পর সন্ধ্যায় ফের ভূমিকম্প নরসিংদীজুড়ে ভূমিকম্পের চিহ্ন, ফেটে ৭-৮ ইঞ্চি ফাঁকা হয়ে গেছে মাটি নিয়ম মেনে বহুতল ভবন নির্মাণ কঠোরভাবে তদারকি করতে হবে: জামায়াত আমির গত ১০ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃশ্যমান কিছু করেনি জামায়াত: মির্জা ফখরুল আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে: জামায়াত আমির শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ : সালাউদ্দিন আ.লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : ইশরাক বিশ্বে ভূ-রাজনৈতিক পুনর্গঠনে ‘সঠিক পথ’ বেছে নেবে বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয় : প্রধান বিচারপতি

৫৪ হাজার প্রবাসী ভোটার হতে আবেদন করেছেন

বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের মধ্যে ৫৪ হাজার বাংলাদেশি ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন। এদের মধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন ৩২ হাজার ৭০৭ জন প্রবাসী।

নির্বাচন কমিশন (ইসি) বর্তমানে ১০টি দেশের ১৭টি স্টেশন (দূতাবাস/মিশন অফিস) থেকে এ কার্যক্রম সম্পন্ন করছে।

জানা গেছে, ১০টি দেশ থেকে মোট আবেদন পড়েছে ৫৩ হাজার ৯০৯ টি।

যাচাই-বাছাইয়ে বাদ পড়েছে চার হাজার ৬৭৫টি আবেদন। তদন্ত সম্পন্ন করে অনুমোদন হয়েছে এমন আবেদনের সংখ্যা ২৪ হাজার ৭০৫ টি। সংশ্লিষ্ট দেশগুলোর বাংলাদেশ দূতাবাস থেকে আঙুলের ছাপ ও ছবি নেওয়া হয়েছে ৩২ হাজার ৭০৭ জনের।এছাড়া তদন্ত শেষে অনুমোদনের অপেক্ষায় রয়েছে এমন আবেদনের সংখ্যা ৬৮০টি।

উপজেলায় তদন্তে রয়েছে ২৩ হাজার ৮৪৫ জনের আবেদন। সংশ্লিষ্ট দেশগুলোর বাংলাদেশ দূতাবাসে তথ্য আপলোডের অপেক্ষায় রয়েছে ৭ হাজার ৮৮৫ জনের তথ্য। আর আপলোড করা হয়েছে ২১ হাজার ৮৮১ জন প্রবাসীর তথ্য।সংযুক্ত আরব আমিরাতে ২০ হাজার ৯৩৮টি, সৌদি আরবে চার হাজার ৪৬১টি, ইতালিতে সাত হাজার ২৫০ টি, যুক্তরাজ্যে ১০ হাজার ৮১৬টি, কুয়েতে চার হাজার ৪৫৪ টি, কাতারে তিন হাজার ৪৬০টি, মালয়েশিয়ায় এক হাজার ১৯৬ টি, অস্ট্রেলিয়ায় ৩৯২টি, কানাডায় ৮৮১ টি এবং জাপানে ৭১ টি আবেদন পড়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, জর্ডান, দক্ষিণ আফ্রিকা, ওমান, ফ্রান্স, স্পেন, বাহারাইন ও সিঙ্গাপুরে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করার অনুমতি পেয়েছে ইসি। শিগগিরই এসব দেশেও কার্যক্রম পরিচালনা করা হবে। এরই মধ্যে ইসি সচিব আখতার আহমেদ মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে এ কার্যক্রম তদারকি করতে।

আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টিতে ভোটার নিবন্ধন কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছে। তাদের জন্য এবার অনলাইন ভিত্তিক পোস্টাল ব্যালটে ভোটের ব্যবস্থা করবে ইসি।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করবে সংস্থাটি।সূত্র : বাংলানিউজ

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025