শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
শত্রু থেকে মিত্র’ ট্রাম্প-মামদানির সম্পর্ক তাহলে কি বদলে গেলো? আওয়ামী লীগ ও জোটসঙ্গীদের বিচারের দাবিতে এনসিপির গণমিছিল রাজনৈতিক কোনো জোট করবো না, নির্বাচনকেন্দ্রিক সমঝোতা হবে: জামায়াত আমির সন্ধ্যায় ঢাকা ও আশপাশে দুইবার ভূমিকম্প ঢাকায় সকালের পর সন্ধ্যায় ফের ভূমিকম্প নরসিংদীজুড়ে ভূমিকম্পের চিহ্ন, ফেটে ৭-৮ ইঞ্চি ফাঁকা হয়ে গেছে মাটি নিয়ম মেনে বহুতল ভবন নির্মাণ কঠোরভাবে তদারকি করতে হবে: জামায়াত আমির গত ১০ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃশ্যমান কিছু করেনি জামায়াত: মির্জা ফখরুল আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে: জামায়াত আমির শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ : সালাউদ্দিন

সকল ধর্মীয় উৎসব হবে ভয়হীন ও আনন্দময়: সমাজকল্যাণ উপদেষ্টা

নতুন বাংলাদেশে সকল ধর্মীয় উৎসবই ভয়হীন ও আনন্দময় পরিবেশে পালন করা হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সকল ধর্ম-বর্ণ-গোত্রের নাগরিকদের মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশপাশি নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ মনোযোগী হওয়ার অনুরোধ করেন।

মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এসময় মন্দিরে আগত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেনন উপদেষ্টা। দর্শনার্থীরা জানান, শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং তারা ভক্তিভরে ধর্মীয় উৎসব পালন করতে পারছেন।শারমীন এস মুরশিদ জানান, প্রতিটি পূজা মণ্ডপে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘সহায়তা ডেস্ক’ চালু রাখা হয়েছে। এছাড়াও দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সারাদেশে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে ১ লাখ ৬৪ হাজার ৫২৪ জন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে ৯ হাজার ৩৫৩ জনসহ মোট ১ লাখ ৭৩ হাজার ৮৭৭ জন দায়িত্ব পালন করছেন।

জরুরি প্রয়োজনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের টোল-ফ্রি হটলাইন ১০৯৮ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের হটলাইন ১০৯ সার্বক্ষণিক চালু রয়েছে। এছাড়াও নিয়ন্ত্রণকক্ষের নাম্বারগুলো সক্রিয় রাখা হয়েছে: ১০৮১ ৮২১১৭৬৩, ০১৯২০ ৯৫০১৫২, ০১৭৪ ৯৮১৯৪২২, ০১৭১১০৫৯৮০৭, ০১৯৫৮১৯৩২৪১।

তিনি আরও বলেন, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় নাগরিকরা তথ্য দিয়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করলে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

এসময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারও বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রতীক।

সকল নাগরিকদের একসঙ্গে বসবাস ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। 

ঢাকেশ্বরী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনের সময় পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025