রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
শত্রু থেকে মিত্র’ ট্রাম্প-মামদানির সম্পর্ক তাহলে কি বদলে গেলো? আওয়ামী লীগ ও জোটসঙ্গীদের বিচারের দাবিতে এনসিপির গণমিছিল রাজনৈতিক কোনো জোট করবো না, নির্বাচনকেন্দ্রিক সমঝোতা হবে: জামায়াত আমির সন্ধ্যায় ঢাকা ও আশপাশে দুইবার ভূমিকম্প ঢাকায় সকালের পর সন্ধ্যায় ফের ভূমিকম্প নরসিংদীজুড়ে ভূমিকম্পের চিহ্ন, ফেটে ৭-৮ ইঞ্চি ফাঁকা হয়ে গেছে মাটি নিয়ম মেনে বহুতল ভবন নির্মাণ কঠোরভাবে তদারকি করতে হবে: জামায়াত আমির গত ১০ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃশ্যমান কিছু করেনি জামায়াত: মির্জা ফখরুল আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে: জামায়াত আমির শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ : সালাউদ্দিন

ফেব্রুয়ারির নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সংশয় নেই : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর কোনো সংশয় নেই।

শুক্রবার বিকেলে নিউইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জাতিসংঘে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণে ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে অবস্থান যথেষ্ট জোরালো ছিল কিনা— সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টার ভাষণ খুবই শক্ত অবস্থানের ছিল। আমরা যারা রাজনৈতিক দল আছি, আমাদের কোনো সংশয় নেই।

আমরা নিশ্চিত— ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে।তিনি বলেন, প্রধান উপদেষ্টা রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পটভূমি, নানা চ্যালেঞ্জ এবং সেগুলো মোকাবিলায় গৃহীত পদক্ষেপ জাতিসংঘে তুলে ধরেছেন। আমরা খুশি যে প্রথমবারের মতো বিরোধী রাজনৈতিক দলগুলোকে সরকারি কার্যক্রমে সম্পৃক্ত করে তিনি জাতিসংঘে উপস্থাপন করেছেন। এর মূল উদ্দেশ্য ছিল জাতির ঐক্যকে তুলে ধরা।

বাংলাদেশের প্রেক্ষাপটে এটি ছিল অনন্য একটি প্রচেষ্টা। এজন্য আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করেছি। আমাদের নেতা তারেক রহমানও এ উদ্যোগকে সমর্থন করেছেন।সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি নিয়ে বিএনপির অবস্থান সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আমরা নিম্নকক্ষের জন্য পিআরের পক্ষে নই।

ওপরের কক্ষ নিয়েও এ বিষয়ে কোনো প্রস্তাব দেইনি। তবে পরবর্তী সময়ে আলোচনা করে এ ধরনের বিষয়ে সমাধান বের করা যেতে পারে।এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025