বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১০:৩১ অপরাহ্ন

শিরোনাম :
নাশকতাকারীদের ঢাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে: ডিএমপি কমিশনার ভোট দিতে প্রথম দিনেই ৩ হাজার ৮৯৫ জন প্রবাসীর আবেদন গণতন্ত্র রক্ষায় তত্ত্বাবধায়ক পুনর্বহালের রায় ইতিবাচক: রিজভী ঢাকা-৮ আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন সেই রিকশাচালক সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় থাকতে পারেন খালেদা কঙ্গোতে নৌকা ডুবে ৭০ জন নিখোঁজ ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতের পর শক্তিশালী ভূমিকম্প এখন থেকেই তত্ত্বাবধায়ক সরকারের আদলে রাষ্ট্র পরিচালনা করুন: অন্তর্বর্তী সরকারকে খসরু দেশ এগিয়ে গেলে মা-বোনদের ভয়ে বসবাস করতে হবে না: তারেক রহমান চট্টগ্রাম বন্দর নিয়ে গোপন সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত নেতা শাহজাহান

বেনাপোল দিয়ে দুই দিনে গেল ৫৬ মেট্রিক টন ইলিশ

চলতি মৌসুমে বাজারে সরবরাহ কম থাকায় ভারতে ইলিশ রপ্তানি গত বছরের তুলনায় অনেকটা কম হয়েছে। সরকার অনুমোদিত ১,২০০ মেট্রিক টনের মধ্যে গত দু’দিনে (বুধবার ও বৃহস্পতিবার) ৫৬.২৫ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। এর মধ্যে বুধবার ৩৭.৪৬ মেট্রিক টন এবং বৃহস্পতিবার ১৮.৭৯ মেট্রিক টন।

মৎস্য কোয়ারেন্টিনের তথ্য অনুযায়ী, গত বছর প্রথম দু’দিনেই ২৮৫ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছিল।

এ বছর সরবরাহ কম থাকায় সর্বোচ্চ ৩-৪ শত টনের বেশি রপ্তানি সম্ভব হবে না বলে ধারণা করছেন রপ্তানিকারকরা।বেনাপোলের সততা ফিশ কোম্পানির স্বত্বাধিকারী রেজা জানান, বাজারে ইলিশের সরবরাহ কম এবং দাম বেশি থাকায় সরকার নির্ধারিত পুরো পরিমাণ রপ্তানি সম্ভব হবে না।

বেনাপোল মৎস্য কোয়ারেন্টিন অফিস সূত্রে জানা গেছে, প্রতিটি চালান স্বাস্থ্য পরীক্ষা ও মান নিয়ন্ত্রণ শেষে ছাড় দেওয়া হচ্ছে। ফলে অনুমোদিত পরিমাণের তুলনায় কম রপ্তানি হলেও মানসম্পন্ন ইলিশ ভারতে যাচ্ছে।

এর আগে গত বছর বাণিজ্য মন্ত্রণালয় ৭৯টি প্রতিষ্ঠানকে ৩,৯৫০ টন রপ্তানির অনুমতি দিলেও বেনাপোল ও আখাউড়া দিয়ে সব মিলিয়ে রপ্তানি হয়েছিল প্রায় ৮০২ টন। এর মধ্যে বেনাপোল বন্দর দিয়েই গিয়েছিল ৫৩২.৩ মেট্রিক টন।

স্থানীয় রপ্তানিকারক সততা ফিশের ব্যবস্থাপক রেজাউল করিম জানান, দুর্গাপূজা ও আসন্ন উৎসব ঘিরে ইলিশের চাহিদা বেশি। সরবরাহ সীমিত হলেও চাহিদা মেটাতে তারা কার্যক্রম সচল রেখেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025