সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০:১৮ অপরাহ্ন

শিরোনাম :
তামিমের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার ও বিসিবি ইতেকাফের সময় প্রয়োজনীয় বেচাকেনা করা যাবে? অস্ট্রেলিয়া থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরাতে চুক্তি সই আওয়ামী লীগের মধ্যে পরিবর্তনের লক্ষণ নেই: এবি পার্টির চেয়ারম্যান সব জায়গা থেকে শেখ পরিবারের নামফলক মুছে ফেলতে হবে: অলি আহমদ যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের শেখ হাসিনা রাইফেল দিয়ে ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিলেন : রিজভী আওয়ামী লীগ নিষিদ্ধ চায় শহীদ পরিবারের সদস্যরা তামিম ইকবালের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা এসএসসি পরীক্ষাকেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা, কোচিং বন্ধসহ একগুচ্ছ নির্দেশনা

সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো ৩২টি ঘর, কোটি টাকার ক্ষতি

নীলফামারীর সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাতে লাগা ভয়াবহ ওই আগুনে পুড়ে গেছে গাবাদি গরু ছাগলসহ ১৭টি পরিবারের ৩২টি ঘর ও মূল্যবান সব জিনিসপত্র। উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ব্রম্মোত্তর পশ্চিমপাড়ায় গ্রামে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সোমবার দিবাগত রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

এতে প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা জানান, মৃত ওসমান আলীর ছেলে সেকেন্দার আলীর বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, ধান-চাল, নগদ অর্থসহ সব ধরনের মালামাল পুড়ে যায়।

এছাড়া ২টি গরু ও ২টি ছাগল পুড়ে মারা গেছে। আগুনের তীব্রতা এতো ভয়াবহ ছিল যে, সৈয়দপুর ও তারাগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকে দুই ঘণ্টা লাগে আগুন নিয়ন্ত্রণে আনতে। 

ক্ষতিগ্রস্ত সেকেন্দার আলী দাবি করেন, তার দুটি সেমিপাকা টিনশেড ঘরসহ মালামাল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তার ভাই সাইদুল ইসলামেরও সমপরিমাণ ক্ষতি হয়েছে।

মকছেদ আলীর ছেলে বাদশা মিয়ার পরিবার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। একইভাবে মৃত মকবুল হোসেনের ছেলে আব্দুল কাদের ও তার সন্তানদের ৭টি শোবার ঘর, ২টি রান্নাঘর, নগদ ১ লাখ ৫০ হাজার টাকা এবং ১টি গরু আগুনে পুড়ে যায়, এতে তাদেরও প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী বলেন, ‘আগুনের ভয়াবহতায় প্রায় ১৬/১৭টি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় কম্বল ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।

তারাগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফ আব্দুল্লাহ জানান, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ক্ষতির পরিমাণ কোটি টাকারও বেশি হতে পারে। খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করি এবং উদ্ধার কাজ করি। জনগণের ভিড়ে এখানে সবচেয়ে বাধার সম্মুখীন হয়েছি। এছাড়া রাস্তা সরু হওয়ায় আমাদের আগুন নিয়ন্ত্রণে আনতে একটু সময় লেগেছে। উদ্ধার কাজে স্থানীয় বাসিন্দারাও অংশ নেন। 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দীন জানান, শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024