মঙ্গলবার, ১৭ Jun ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
ইরানের হামলায় জ্বলছে ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার, নিহত ৩ জি-৭ সম্মেলন থেকে আগেভাগেই দেশে ফিরলেন ট্রাম্প এবং রুবিও:ইসরায়েল-ইরান সংঘাত খামেনিকে হত্যা করলে সংঘাত শেষ হবে: নেতানিয়াহু নির্বাচনে প্রবাসীদের ভোট নিশ্চিত করতে হবে: সারজিস উপকূলীয় এলাকায় দমকা হাওয়া, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত শপথের সুযোগ নেই, পরিপক্ব আচরণ প্রত্যাশা করি: আসিফ মাহমুদ গুমের ঘটনা তদন্তে জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ইরানের আকাশেই তাদের দুই যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইসরায়েলের তেহরানের পূর্ব-পশ্চিমাঞ্চলে ব্যাপক বিস্ফোরণ এখনো ফ্যাসিবাদী শক্তির হাত থেকে গণমাধ্যম পুরোপুরি মুক্ত নয়: তারেক রহমান

পুলিশের গাড়ি ভাঙচুর করে আসামি ছিনতাই

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় গ্রেফতারের পর গাড়িতে তোলার সময় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যদের হাত থেকে সুমন (২৫) নামের এক আসামিকে ছিনিয়ে নেয় স্থানীয়রা। এসময় সিআইডি পুলিশ সদস্যদের আহত করার পাশাপাশি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার বনগাঁও বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সুমন ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার একটি মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফার নেতৃত্বে প্রায় ১৫০-২০০ জনের একটি দল সিআইডি পুলিশের অভিযান ঠেকাতে সংঘবদ্ধ হয়। ওই সময় উত্তেজিত জনতা মাইক্রোবাসের চালককে মারধর করে এবং গাড়ির সামনের কাচ ভেঙে ফেলে। পরে তারা আসামি সুমনকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার ওসি তদন্ত শরিফ আহম্মেদ।

তিনি বলেন, বিকেলে হরিপুর উপজেলার বনগাঁও বাজার এলাকায় নারী শিশু অপহরণ মামলার আসামি সুমনকে ধরেন সিআইডি পুলিশ। এসময় সেই আসামিকে গাড়িতে তুলতে গেলে স্থানীয় শতাধিক লোকজন পুলিশের ওপর চড়াও হয় এবং সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয়। 

তিনি আরও জানান,  এসময় স্থানীয় জনতা তাদের অবরুদ্ধ করে রাখেন। পরে হরিপুর থানা পুলিশ গিয়ে সিআইডি পুলিশদের উদ্ধার করে নিয়ে আসেন।

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। আসামিকে পুনরায় গ্রেফতারের চেষ্টা চলছে এবং হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024