সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০:০৫ অপরাহ্ন

শিরোনাম :
তামিমের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার ও বিসিবি ইতেকাফের সময় প্রয়োজনীয় বেচাকেনা করা যাবে? অস্ট্রেলিয়া থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরাতে চুক্তি সই আওয়ামী লীগের মধ্যে পরিবর্তনের লক্ষণ নেই: এবি পার্টির চেয়ারম্যান সব জায়গা থেকে শেখ পরিবারের নামফলক মুছে ফেলতে হবে: অলি আহমদ যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের শেখ হাসিনা রাইফেল দিয়ে ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিলেন : রিজভী আওয়ামী লীগ নিষিদ্ধ চায় শহীদ পরিবারের সদস্যরা তামিম ইকবালের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা এসএসসি পরীক্ষাকেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা, কোচিং বন্ধসহ একগুচ্ছ নির্দেশনা

এনপিসি নেতাদের ফারুক গ্রামে গিয়ে গ্রহণযোগ্যতা যাচাই করুন, পরে নির্বাচন নিয়ে কথা বলবেন

জাতীয় নাগরিক পার্টি- এনসিপিকে স্বাগত জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

এনসিপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধুমাত্র ঢাকা শহরের মধ্যে সীমাবদ্ধ থেকে নির্বাচন নিয়ে কথা না বলে আপনারা বাংলাদেশের গ্রামাঞ্চলে, শহর, উপজেলা, পৌরসভা, জেলায়, বিভাগে গিয়ে আপনাদের জনপ্রিয়তা যাচাই করুন। আপনাদের গ্রহণযোগ্যতা কতটুকু আছে সেটা যাচাই করুন। তারপরে আসেন নির্বাচন নিয়ে কথা বলতে।

শনিবার (৮ মার্চ) বিকেলে রাজধানীর নয়াপল্টনের এক হোটেলে ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের ইফতার ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জয়নুল আবদিন ফারুক আরও বলেন, দল (এনসিপি) গঠন করেই যদি বিলম্বিত নির্বাচন করার জন্য আপনারা অপচেষ্টা করে থাকেন, জনগণ কখনো সেটা মেনে নেবে না।

অন্তর্বর্তী সরকার ১৮ কোটি মানুষের সরকার বলে মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, এই সরকার ২০ বছর ধরে আমরা যারা কারাবরণ করেছি, আন্দোলন করেছি তারেক রহমানের নির্দেশে তার সমর্থিত জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের সরকার।

জামায়াতের প্রতি ইঙ্গিত করে সাবেক এই বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, এখন যদি মনে করেন আমরা যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, গণতন্ত্রের পক্ষে কথা বলেছি, স্বাধীনতার পক্ষে কথা বলেছি- আমাদের বিরুদ্ধে যারা সমালোচনা করেন তারাও আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন। আমরা যারা সাংবাদিকদের স্বাধীনতার পক্ষে কথা বলেছি, আয়নাঘরের বিরুদ্ধে কথা বলেছি, জেল জুলুমের বিরুদ্ধে কথা বলেছি, একদলীয় শাসনের বিরুদ্ধে কথা বলেছি, হাজার হাজার কোটি টাকা যারা লুট করেছে তাদের বিরুদ্ধে কথা বলেছি, কানাডায় বেগম পাড়া বানানোর বিরুদ্ধে কথা বলেছি- আমাদের বিরুদ্ধে যারা সমালোচনা করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারাও তো এই আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন, স্বৈরাচার এরশাদের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন, শেখ হাসিনার সঙ্গে বন্ধুত্ব করেছিলেন। আওয়ামী লীগকে পুনর্জন্ম দেওয়ার জন্য আপনারা সমর্থন দিয়েছেন, বিনিময়ে আওয়ামী লীগ আপনাদের অনেক নেতাকে ফাঁসি দিয়েছে।

তিনি আরও বলেন, দেশ বাঁচাতে হবে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। দেশে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমরা তালবাহানা বুঝি না, আগে দরকার সংসদ নির্বাচন। তালবাহানা করে নানান রকম কথা বলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র এ দেশের জনগণ মানবে না।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেনবাগ ফোরামের সভাপতি এ বি এম ফারুক। সংগঠনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফোরামের উপদেষ্টা ও সাবেক সভাপতি লায়ন সৈয়দ হারুন, কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি খলিলুর রহমান ইব্রাহিম, সহ-সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ইসমাইল হোসেন সিরাজী, জাতীয়তাবাদী কর্মজীবী দলের সাধারণ সম্পাদক আলতাব হোসেন, জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের সভাপতি মঞ্জুর রহমান ভূঁইয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024