বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন
রমজানের প্রথম দিনেই এতিম শিশুদের সঙ্গে ইফতার করেছেন জামায়াতে ইসলামীর নেতারা। রোববার (২ মার্চ) রাজধানীর পুরানা পল্টনে এক অভিজাত কনভেনশন সেন্টারে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এতিম শিশুদের সঙ্গে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল জামায়াতকে অনুসরণ করে অন্য রাজনৈতিক দলগুলোকেও সামাজিক দায়িত্ব পালনের আহ্বান জানান।তিনি বলেন, জামায়াত মনে করে এতিম, পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের ওপর আমাদের অনেক দায়িত্ব রয়েছে। আমরা সেই দায়িত্ব পালনের অংশ হিসেবে একত্রিত হয়েছি। আমরা আমাদের দায়িত্ববোধ থেকে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা দিতে করছি। ঢাকা মহানগরী দক্ষিণে আমাদের প্রতিষ্ঠিত ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করা হচ্ছে। এছাড়াও আমরা মুসলিম শিশুদের বিনামূল্যে সুন্নতে খৎনার আয়োজন করে আসছি।তিনি বলেন, জামায়াত মনে করে এতিম, পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের ওপর আমাদের অনেক দায়িত্ব রয়েছে। আমরা সেই দায়িত্ব পালনের অংশ হিসেবে একত্রিত হয়েছি। আমরা আমাদের দায়িত্ববোধ থেকে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা দিতে করছি। ঢাকা মহানগরী দক্ষিণে আমাদের প্রতিষ্ঠিত ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করা হচ্ছে। এছাড়াও আমরা মুসলিম শিশুদের বিনামূল্যে সুন্নতে খৎনার আয়োজন করে আসছি।