সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন
‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে তিস্তা নদীর কাউনিয়া সেতু, মহিপুর সেতু এবং তিস্তা ব্যারেজ পয়েন্টসহ লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর ও নীলফামারী জেলার ১১টি পয়েন্টে তাঁবু খাঁটিয়ে একই সময়ে এ কর্মসূচি পালন করবে দলটি।
সোমবার লালমনিরহাট রেলসেতুর পাশে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অন্যদিকে কর্মসূচির দ্বিতীয় ও শেষদিনে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সমাপনী অনুষ্ঠানে লন্ডন থেকে সবগুলো পয়েন্টে ভার্চ্যুয়ালি যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।