রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১০:২২ অপরাহ্ন
দুপুর দেড়টার দিকে অনুষ্ঠিত হবে বৃহত্তম জুমার নামাজ। ইজতেমার ময়দানে জুমার নামাজ আদায়ের জন্য সকাল থেকে ঢল নামে মুসল্লিদের।
এদিকে, ইজতেমা সুন্দর ও সফল করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মূল ময়দানকে ৫ সেক্টরে ভাগ করে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, এবার ইজতেমায় পোশাকধারী পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৭ হাজার সদস্য থাকবেন। ময়দান এলাকায় র্যাবের হেলিকপ্টার টহল ছাড়াও বম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড কাজ করছে। আগামী রবিবার দুপুরে আখেরি মোনাজাতে শেষ হবে এবারের ৫৮তম বিশ্ব ইজতেমা।
আগামী রবিবার দুপুরে আখেরি মোনাজাতে শেষ হবে এবার ৫৮তম বিশ্ব ইজতেমা।