বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মেহেরপুর জেলা জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লা মার্কার বিশাল নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত। ইন্দোনেশিয়ার শক্তিশালী আগ্নেয়গিরি জেগে উঠেছে ,সর্বোচ্চ সতর্কতা ৩০ নভেম্বর থেকে বিভাগীয় সাত শহরে সমাবেশ করবে ৮ দল বিএনপি প্রার্থী সরওয়ার বলেন , গুপ্ত সংগঠনের লোকজন দিয়ে একটি মহল মশাল মিছিল করছে জামায়াত আমীরের সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত আমিরের কড়া বার্তা হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ শততম টেস্টে মুশফিককে সম্মাননা জানালেন ক্রীড়া উপদেষ্টা গণঅভ্যুত্থানে অংশীজনদের নিয়ে আসন সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছি: নুর

অস্ট্রেলিয়ান বাংলাদেশী উইমেনস চেম্বার অফ কমার্স এর এলান গালা এন্ড চ্যারিটি ইভিনিং

সিডনি অফিসঃ

অস্ট্রেলিয়ান বাংলাদেশী উইমেনস চেম্বার অফ কমার্স (ABWCC) এর আয়োজনে গত ২৩শে নভেম্বর, সিডনির রিজেস হোটেল ক্যাম্পবেলটাউনে অনুষ্ঠিত হল বহুল প্রত্যাশিত “এলান গালা এন্ড চ্যারিটি ইভিনিং” শীর্ষক এক অনুষ্ঠান। “নিধি, মোটিফ এন্ড হেরিটেজ” এর সৌজন্যে এই সান্ধ্য আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, আইনজীবি, প্রকৌশলী, ডাক্তার এবং অন্যান্য প্রভাবশালী ব্যক্তিবর্গ।
জমকালো এ অনুষ্ঠানটি, আগত অতিথিবৃন্দকে বাংলাদেশের সাংস্কৃতিক ও অন্যান্য মহৎ দাতব্য উদ্যোগ সমূহে অংশগ্রহণের জন্য একত্রিত হবার সুযোগ করে দেয়। অনুষ্ঠানে ফুলকি এনজিওর জন্য তহবিল সংগ্রহ করা হয়, যারা সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের শিক্ষা ও সহায়তার মাধ্যমে ক্ষমতায়নে নিবেদিত বাংলাদেশ-ভিত্তিক একটি সংস্থা।


আড়ম্বর এ সন্ধ্যাটি, প্রতিষ্ঠানটির সভাপতি নাজিয়া মাহমুদের অনুপ্রেরণামূলক বক্তৃতার মাধ্যমে শুরু হয়। এ সময় তার পরনে ছিল “নিধি, মোটিফ এন্ড হেরিটেজ” এর সৌজন্যে বাঙালী ঐতিহ্যের প্রতীক, শাড়ি। বক্তৃতায় তিনি তার বাবা কামাল আহমেদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বিকশিত সাফল্যর জন্য শ্রদ্ধাভরে বাবার অবদানকে স্মরণ করেন। অনুষ্ঠানে সভাপতি নাজিয়া মাহমুদ, সাবেক কাউন্সিলর শাহে জামান টিটু এবং তিশা তানিয়া এবিডব্লিউসিসির প্রতিষ্ঠার পটভূমি ও এবং নারী উদ্যোক্তাদের ওপর এর ইতিবাচক প্রভাব বর্ণনা করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্রদ্ধেয় মার্ক কুরি এবং মাননীয় এমপি ও স্যালি কুইনেল স্টেট মেম্বার ফর ক্যামডেন । আর বক্তব্য রাখেন কনসুলেট জেনারাল অফ বাংলাদেশ থেকে মোঃ জাহাঙ্গীর আলম খান রানা এবং বিজনেস ফোরাম এর প্রেসিডেন্ট আবদুল খান রতন।
অনুষ্ঠানে মোহনীয় নৃত্যানুষ্ঠান আর প্রাণবন্ত সংগীতের পাশাপাশি, “নিধি, মোটিফ এন্ড হেরিটেজ”, “ফ্যাশন প্রেট” এবং “পাড় আঁচল শাড়ীজ” এর পক্ষ থেকে এক মনোমুগ্ধকর ফ্যাশন-শো’র আয়োজন করা হয়।
পরিশেষে, নারীর ক্ষমতায়ন, প্রবাসে ঐতিহ্যের জাঁকজমক উদযাপন এবং ভবিষ্যত প্রজন্মকে অনুপ্রাণিত করার লক্ষ্যে ABWCC-এর মিশনকে পুনর্ব্যক্ত করার পাশাপাশি, অনুষ্ঠানের সকল অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025