শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০১:১২ অপরাহ্ন

শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০ ভূমিকম্প আঘাত : নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ,আহত ওনিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানে সরকারের প্রতি আহবান ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক ভূমিকম্প থেকে রক্ষায় সরকারের এখনই জরুরি করণীয় ঠিক করা উচিত: জাহিদ হোসেন ভূমিকম্পের ক্ষতিরোধে ৬ উদ্যোগ নেবে জামায়াত: ব্যারিস্টার আরমান সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া ‌‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’

ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান

নতুন করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। ইসরায়েলের তেল আবিব, হাইফা এবং অন্যান্য শহর লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

রোববার (১৫ জুন) রাতে ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে তেল আবিব, হাইফা এবং অন্যান্য শহরে আক্রমণ করা হচ্ছে। ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়িয়ে গেছে।

বিবিসির খবরে বলা হয়, জেরুজালেম এবং তেল আবিবে রাতের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এরই মধ্যে জেরুজালেমে সাইরেন বাজানো হয়েছে এবং মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নতুন করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফায় কমপক্ষে চারজন আহত হয়েছেন।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। জনগণকে সুরক্ষিত এলাকায় চলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

ইসরায়েলি পুলিশ বলছে, জরুরি পরিষেবাগুলো বন্দর শহর হাইফায় একটি বসতিতে হামলার খবর পেয়েছে। ভবনের ক্ষতি হয়েছে।

এদিকে হাইফার ফুটেজ এবং ছবিতে দেখা গেছে, শহরের ওপরে রাতের আকাশে ঘন ধোঁয়া উঠছে।

বিবিসির খবরে বলা হয়, এখন জেরুজালেমে সাইরেন বন্ধ হয়েছে। মনে হচ্ছে সেখানে বেশিরভাগই ক্ষেপণাস্ত্র বাধা দেওয়া হয়েছে। তবে হাইফায় সরাসরি মিসাইল আঘাতের খবর পাওয়া যাচ্ছে।

এদিকে ইসরায়েল নিশ্চিত করেছে যে, তারা ইরানের ভেতরে আরও লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025