বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
রাউজানে গভীর নলকূপের গর্তে পড়া শিশুটি মারা গেছে শেরপুরে বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াত নেতা নিহত নারীর ক্ষমতায়নের কথা বলা দলই নারীর ওপর সহিংসতা চালাচ্ছে: হামিদুর রহমান আযাদ নারীদের ওপর হামলার প্রতিবাদে ফেনীতে মহিলা জামায়াতের বিক্ষোভ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নে মাঠপর্যায়ে সফরে সেনাপ্রধান কদমতলীতে গণসংযোগে জামায়াত নেত্রীর মাথায় কোপ রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে ৩ বছরের শিশু ইইউ পর্যবেক্ষকদের সঙ্গে চট্টগ্রাম মহানগর জামায়াতের বৈঠক ঢাকা-১৬ আসনে নির্বাচনি প্রচারে বাধার অভিযোগ আবদুল বাতেনের নির্বাচন হলেই বিএনপির জয় নিশ্চিত, তাই ষড়যন্ত্র হচ্ছে: সালাম

রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে ৩ বছরের শিশু

চট্টগ্রামের রাউজান উপজেলায় একটি গভীর নলকূপের গর্তে মিসবাহ (৩) নামে এক শিশু পড়ে গেছে। শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জাগো নিউজকে বলেন, শিশুটি কীভাবে গর্তে পড়ে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নলকূপের গভীরতা কেমন সে বিষয়ও এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা বাঁশের লাঠি ব্যবহার করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছেন। ভিডিওতে এক যুবককে শিশুটিকে বাঁশ ধরে রাখতে বলতেও শোনা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025