রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

জামায়াতের ১০ দলীয় ঐক্য জোটে যোগ দিলো লেবার পার্টি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটে যোগ দিয়েছে মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বাধীন লেবার পার্টি।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।

তিনি জানান, আমরা দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গড়তে চাই। এজন্য আমরা সব দল, দেশপ্রেমিক ও চিন্তাশীল লোকদের নিয়ে আগামীতে একটি সরকার গঠন করতে চাই। সে লক্ষ্যেই ‘১০ দলীয় নির্বাচনী ঐক্য’ জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। এটা একটা বিরাট অগ্রগতি। এরকম আরও যত দেশপ্রেমিক, আধিপত্যবাদ বিরোধী দল ও ব্যক্তি আছেন, আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। ‘১০ দলীয় নির্বাচনী ঐক্য’ আজ থেকে ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ জোটে পরিণত হয়েছে বলেও জানান জামায়াতের এই নেতা।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ড. মুস্তাফিজুর রহমান ইরান উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়া, এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেনসহ জোটের শরিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025