বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোরআন তালিমের ব্যবস্থা করা হবে:ধর্ম উপদেষ্টা

ইসলামি শিক্ষা প্রসারে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। একই সঙ্গে তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোরআনের তালিমের ব্যবস্থা করা হবে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের বই বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। দায়িত্বে থাকার সময়টুকুতে সততার সাথে কাজ করে যাওয়ার কথা জানান তিনি।

ড. খালিদ হোসেন জানান, ইমাম, আলেম ও বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদের স্কলারশিপ দেবে সরকার। বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়তে সব রকমের সহায়তা করা হবে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার দুই বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ ও মনির হায়দার উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025