বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাকিস্তানের শোকবার্তা পৌঁছে দিয়েছেন দেশটির জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে তারেক রহমানের সাথে দেখা করে তিনি এ বার্তা পৌঁছে দেন।
বিএনপির মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, ‘গণতন্ত্রের মা’, ‘সাহস ও সংগ্রামের প্রতীক’ এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারাবদ্ধ আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তান।