শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন

ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার পুনরায় চালু

নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভেক) কার্যক্রম আজ (বৃহস্পতিবার) পুনরায় চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় হাইকমিশন কর্তৃপক্ষ।

এর আগে গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের মোর্চা ‘জুলাই ঐক্য’-এর ব্যানারে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করা হয়। ওই কর্মসূচির প্রেক্ষাপটে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দুপুর ২টা থেকে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025