শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন

নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব, উদ্বেগ জানাল ভারত

বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতির অবনতি নিয়ে ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষভাবে কিছু উগ্রবাদী বিষয় বিবেচনায় নিয়ে, বিশেষ করে যারা ঢাকায় ভারতীয় হাইকমিশনের চারপাশে নিরাপত্তা শঙ্কা সৃষ্টি করার পরিকল্পনা ঘোষণা করেছে এ বিষয়ে হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

ভারত জানিয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে উগ্রবাদের তৈরি মিথ্যা কাহিনী সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে দেশটি। এটা দুঃখজনক যে, অন্তর্বর্তী সরকার এখনো সম্পূর্ণ তদন্ত চালায়নি এবং ভারতকে প্রাসঙ্গিক প্রমাণ শেয়ার করেনি।

নয়াদিল্লির বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনাকে কেন্দ্র করে উগ্রবাদের তৈরি মিথ্যা কাহিনী সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে দেশটি। একই সঙ্গে ভারত দুঃখ প্রকাশ করে জানায়, এসব ঘটনায় অন্তর্বর্তী সরকার এখনো পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করেনি এবং ভারতের সঙ্গে প্রাসঙ্গিক প্রমাণও শেয়ার করা হয়নি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারত বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে, যা মুক্তিযুদ্ধের ভিত্তিতে গড়ে উঠে।

বিবৃতিতে আরও বলা হয়, ভারত বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতার পক্ষে এবং সবসময়ই মুক্ত, ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান জানিয়ে আসছে।

একই সঙ্গে ভারত আশা প্রকাশ করেছে, অন্তর্বর্তী সরকার কূটনৈতিক দায়িত্ব পালনের অংশ হিসেবে বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশন ও কূটনৈতিক পোস্টগুলোর নিরাপত্তা নিশ্চিত করবে।

এর আগে, গত রোববার (১৪ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সে সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার সুযোগ দেওয়া এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টার বিষয়ে ভারত সরকারের কাছে গভীর উদ্বেগ জানায় বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025