রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১০:২৯ অপরাহ্ন
কোরআন ও সুন্নাহর পরিপন্থি কোনো কর্মকাণ্ড বাংলাদেশে হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলন ২০২৫-এ তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, উপযুক্ত তথ্য-প্রমাণ ছাড়া রাষ্ট্র কাউকে গ্রেফতার করতে পারে না; ইমাম-খতিবদের গ্রেফতার তো দূরের কথা। বিগত ফ্যাসিস্ট সরকার ছিল অগণতান্ত্রিক এবং ইসলামবিদ্বেষী।
তিনি আরও বলেন, নতুন যাত্রা শুরু হয়েছে- এই যাত্রায় আমরা সবাই একসঙ্গে থাকবো। রাজনৈতিক চর্চার অসংখ্য ক্ষেত্র রয়েছে। তাই মসজিদ যেন দুনিয়ার কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রমের আশ্রয়স্থল না হয়। ইমামদের আমরা অবশ্যই বিতর্কের ঊর্ধ্বে রাখবো।সম্মেলনে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও বক্তব্য দেন ইমাম-খতিব জাতীয় সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, সদস্য সচিব মুফতি আজহারুল ইসলাম, জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুল ইসলাম, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রমুখ।