রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
চুয়াডাঙ্গা -মেহেরপুর মহাসড়কে বাসের ধাক্কায় দুইজন নিহত নাইজেরিয়ার ক্যাথলিক স্কুল থেকে ৩০৩ শিক্ষার্থীকে অপহরণ এবার ভূমিকম্পে কাঁপলো মিয়ানমার-থাইল্যান্ড-ইন্দোনেশিয়া কোরআন-সুন্নাহ পরিপন্থি কাজ বাংলাদেশে হতে দেওয়া হবে না:সালাউদ্দীন দলীয় স্বার্থে ইসলামের ব্যাখ্যা দিলে অস্থিরতা সৃষ্টি হতে পারে:তারেক রহমান আমীর খসরু বলেন ,বিএনপি ক্ষমতায় গেলে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা চালু করবে মনগড়া মতবাদে গড়া সমাজ শান্তি-সম্মান দিতে পারবে না: জামায়াত আমির এভারকেয়ার হাসপাতালের পথে খালেদা জিয়া ইসি সচিব নিরাপত্তা নিশ্চিতে দেশকে রেড-ইয়েলো-গ্রিন জোনে ভাগ করা হবে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত নেতাদের সাক্ষাৎ

দলীয় স্বার্থে ইসলামের ব্যাখ্যা দিলে অস্থিরতা সৃষ্টি হতে পারে:তারেক রহমান

দলীয় স্বার্থে ইসলামের ব্যাখ্যা দিলে রাষ্ট্র ও সমাজে অস্থিরতা সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইমাম-খতিব সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। এসময় জাতীয় নির্বাচন সামনে রেখে তিনি ওলামা-মাশায়েখদের দোয়া ও সমর্থন কামনা করেন।

তারেক রহমান বলেন, দলীয় হীন স্বার্থে ইসলামের বিধান ব্যাখ্যা করা হলে রাষ্ট্র ও সমাজে অস্থিরতা তৈরি হতে পারে। এ অস্থিরতা দূর করতে ওলামা-মাশায়েখদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, দেশে ৫০ হাজারের বেশি মাদরাসা, সাড়ে ৭ লাখ মসজিদ এবং প্রায় ১৭ লাখ ইমাম-খতিব রয়েছেন। এসব মানুষকে বাইরে রেখে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।

ভবিষ্যতে ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় তহবিল থেকে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ভাতা চালুর ঘোষণা দেন তারেক রহমান। বলেন, ওলামা-মাশায়েখদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘সার্ভিস রুল’ ও ‘কল্যাণ ট্রাস্ট’ প্রতিষ্ঠার পরিকল্পনাও বিএনপির রয়েছে।

স্বাধীনভাবে দ্বীনি দায়িত্ব পালন ও সামাজিক রাষ্ট্রীয় মর্যাদা প্রতিষ্ঠার সাত দফা দাবির পক্ষে সমর্থন গড়ে তুলতে এ সম্মেলন আয়োজন করা হয়। সম্মিলিত ইমাম-খতিব পরিষদের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে দুই হাজার আটশ থেকে তিন হাজারের মতো ইমাম-খতিব অংশ নেন।

সম্মেলনে ইমাম-খতিব জাতীয় সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, সদস্যসচিব মুফতি আজহারুল ইসলাম, জামায়াতের আমির ডা. শফিকুল ইসলাম, বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমেদ, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025