শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
ভূমিকম্প আঘাত : নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ,আহত ওনিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানে সরকারের প্রতি আহবান ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক ভূমিকম্প থেকে রক্ষায় সরকারের এখনই জরুরি করণীয় ঠিক করা উচিত: জাহিদ হোসেন ভূমিকম্পের ক্ষতিরোধে ৬ উদ্যোগ নেবে জামায়াত: ব্যারিস্টার আরমান সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া ‌‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’ এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক ভূমিকম্পে নিহত বেড়ে ৬, আহত শতাধিক

বিমানবন্দরের অগ্নিকাণ্ডে তদন্তের পর পরবর্তী পদক্ষেপ : পরিবেশ উপদেষ্টা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের তদন্ত হবে। সেই তদন্ত রিপোর্টের ওপর ভিত্তি করেই পরবর্তী সিদ্ধান্ত বা পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রবিবার দুপুরে সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা অথচ একের পর এক দুর্ঘটনা ঘটছে।

এসব কি নির্বাচনের পথে বাধা তৈরি করছে? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, এই লক্ষ্য সামনে রেখেই সরকার কাজ করছে। নির্বাচন কমিশনকেও সেই বার্তা দেওয়া হয়েছে। সকল রাজনৈতিক দল যাতে ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নিতে পারে, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।তিনি বলেন, এখন একটার পর একটা অগ্নিকাণ্ড ঘটছে এবং সেগুলো অনেক ক্ষেত্রেই বড় ধরনের।

সরকার প্রতিটি অগ্নিকাণ্ডেরই তদন্ত করবে। এর আগে সচিবালয়েও অগ্নিকাণ্ড ঘটেছিল, তারও তদন্ত হয়েছে। আমরা স্বচ্ছ প্রক্রিয়ায় তদন্ত করেছি। এখন বিমানবন্দরের অগ্নিকাণ্ডেরও তদন্ত হবে।
সেই তদন্ত রিপোর্টের ওপর ভিত্তি করেই পরবর্তী ঘটনা বা পদক্ষেপ সম্পর্কে বলা যাবে।নির্বাচন প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অনেক বছর নির্বাচন হয়নি, তাই অনেকে প্রক্রিয়াটা ভুলে গেছে। নির্বাচন ঘনিয়ে এলে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা আলোচনা ও বিতর্ক হয়, এটা স্বাভাবিক। কোনো আসনের পুনর্বিন্যাস বা সীমানা বাড়ানো হলে, সেটি নিয়েও হাইকোর্টে মামলা হয়। কিন্তু এর জন্য নির্বাচন বানচাল হয়ে যাবে, এমন নয়।

এসব হ্যাঁ-না, বিতর্ক; সবই রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। এর সঙ্গে অন্য কোনো বিষয়ের মিল খোঁজার সুযোগ নেই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025