Editor Panel
- ১৯ অক্টোবর, ২০২৫ / ৫০ Time View
নির্বাচন কমিশনের (ইসি) তালিকা থেকে প্রতীক বাছাইয়ে আজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জন্য শেষ দিন। এই সুযোগ কাজে না লাগালে সংস্থাটি তার সিদ্ধান্ত অনুযায়ী দলটিকে প্রতীক দেবে।
ইসি সচিব আখতার আহমেদ সম্প্রতি এমন মন্তব্য করেছেন। তবে রবিবার ১১টায় এনসিপির একটি প্রতিনিধি দল ইসির সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।
ইসি সচিব বলেছেন, ১৯ অক্টোবরের মধ্যে এনসিপিকে বিকল্প প্রতীক সম্পর্কে জানাতে হবে। নয়তো স্বীয় বিবেচনায় সিদ্ধান্ত নেবে ইসি। বিধিমালায় প্রতীক হিসেবে শাপলা অন্তর্ভুক্ত করার দরকার নেই বলে মনে করে কমিশন।
উল্লেখ্য, এর আগে নির্বাচন পরিচালনা বিধিমালার ৫০টি প্রতীক থেকে নিজেদের প্রতীক বাছাই করতে এনসিপিকে চিঠি দেয় ইসি।
তবে দলটি বলছে শাপলা ছাড়া অন্য কোনো প্রতীকে নিবন্ধন নেবে না।