শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৪:০০ অপরাহ্ন

যখনই নির্বাচন হোক বিএনপির ভূমিধস বিজয় হবে : দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচন তিন মাসের মধ্যে হওয়ার কথা ছিল। বিএনপিকে ঠেকানোর জন্য জাতীয়, আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন অনেক পিছিয়ে গেছে। তবে নির্বাচন যখনই হোক, বিএনপির ভূমিধস বিজয় হবে।

মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে নিয়ে শামসুজ্জামান দুদু বলেন, রাজনৈতিক সচেতন সাধারণ মানুষ কেউ বিশ্বাস করে না যে, আওয়ামী লীগ ফিরে আসবে। খাপছাড়া মিছিল করলেই ফিরে আসে যাবে না। দিন যত যাবে শেখ হাসিনা মৃত্যুর দিকে ধাবিত হবে। সময়ের কাছে তার জবাবদিহি করতে হবে।

তিনি বলেন, বিভিন্ন দেশ এবং মহল ষড়যন্ত্র করছে। গণতন্ত্র ফিরে আসার আগপর্যন্ত ঐক্যবদ্ধ থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025