শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন
রাজধানীর মিরপুর রূপনগর আবাসিক এলাকায় অগ্নিকান্ডের ঘটনায় নিহত প্রতিটি পরিবারকে ১ লাখ করে টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। সেই সাথে এ ঘটনায় যাদের অবহেলা আছে, তাদের বিষয়ে তদন্ত করে আইননাুগ ব্যবস্থা নেওয়ার আহবান জানান তিনি।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সোয়া ১০ টায় অগ্নিকান্ডের ঘটনায় উপস্থিত হয়ে এ ঘোষণা দেন।
এ সময় তিনি বলেন, অগ্নিকান্ডের ঘটনায় অনেকে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে নিহত হয়েছে। হঠাৎ আগুনের কারনে তারা ভেতরে আটকা পরে যায়। যারা নিহত-আহত হয়েছে তারা সবাই গরীব অসহায় মানুষ। তারা পেটের দায়ে এখানে কাজ করতে এসে নিহত হয়েছে। একদিকে পরিবারের অস্বচ্ছলতা, আরেকদিকে এই সময় তাদের পরিবার ছেড়ে দুনিয়া থেকে চলে যাওয়া। ব্যাথাটা তারা যতোটা অনুভব করতে পারবে, আমরা হাজার চেষ্টা করেও তা অনুভব করতে পারবো না। তারপরও আমরা সমবেদনা প্রকাশ করি। আল্লাহর দরবারে দোয়া করি। আলাহ যেন তাদের জান্নাতুল ফেরদাউস দান করেন। তাদের পরিবারের সদস্যরা যেন ধৈর্য ধারন করার ক্ষমতা পান। তাদের মৃত্যুতে এ ক্ষতিতে পুষিয়ে ওঠার ক্ষমতা নাই।
আমরা সরকারের প্রতি আহবান জানাই, যেসব শ্রমিক আজকে নিহত হয়েছে। সেসব পরিবারের পাশে সরকার যথাযথভাবে দাঁড়াবে। এসব অস্বচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়ে সরকার আর্থিক সহায়তা করবে। এ অগ্নিকান্ডের পিছনে যাদের গাফিলতি আছে, তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে হবে।তিনি আরও বলেন, সরকারের কাছে আমি এ দাবি জানাই, এরা স্বল্প আয়ের নিরীহ মানুষ। পেটের তাগিদে এখানে এসেছিলেন। নুন আনতে যাদের পানতা পুরায়। তাদের পরিবার দিকে মানবিক দৃষ্টি থেকে সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালী ব্যক্তিরা তাকাবে। তাদের যথাসম্ভব সরকারের পক্ষ থেকে আর্থিক পর্যাপ্ত অনুদান বিতরণ করা হোক।