শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন
মঙ্গলবার আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, যারা শিকড় (প্রবীণ ব্যক্তি) তাদের ফেলে দিয়ে সমাজ এগোতে পারে না। শিকড় ধরেই আমাদের এগিয়ে যেতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। সভায় সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান।