শনিবার, ২১ Jun ২০২৫, ১০:২৫ অপরাহ্ন

শিরোনাম :
পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার ইরানের আছে: পুতিন দক্ষিণ-পশ্চিম ইরানে বিস্ফোরণের শব্দ মিরপুরে ছাত্রলীগের ৪ কর্মীকে বিস্ফোরক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার জামায়াত প্রতিশোধের রাজনীতি করে না, করবেও না: নূরুল ইসলাম বুলবুল দ্বীন কায়েমের প্রচেষ্টা ঐচ্ছিক নয়, মুমিনের ওপর ফরজ: জামায়াত আমির সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই: নায়েবে আমীর ডা. তাহের সহাবস্থানের মডেল হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়: শফিকুল ইসলাম ‘দেশকে দারিদ্র্যমুক্ত করতে ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে’ শহীদদের দলীয়করণ করলে অবমূল্যায়ন করা হবে: ডা. জাহিদ শান্তির পথে সবচেয়ে বড় বাধা নেতানিয়াহু সরকার : এরদোয়ান

ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত হলে নষ্ট হওয়ার সুযোগ নেই: নূরুল ইসলাম বুলবুল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে কেউ যুক্ত হলে নৈতিক দিক থেকে নষ্ট হওয়ার সুযোগ নেই।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, স্বাধীনতা পরবর্তী সময় থেকে ইসলামী ছাত্রশিবিরের কার্যক্রম জনগণের সামনে তুলে ধরার সুযোগ দেওয়া হয়নি। ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে রাষ্ট্রীয় মদদে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু ইসলামী ছাত্রশিবির তাদের সামাজিক ও নৈতিক কার্যক্রমের মাধ্যমে দেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয়েছে, জনগণের হৃদয়ে আস্থা ও বিশ্বাসের ঠিকানা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

 

বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি কনভেনশন হলে মেডিকেলে চান্সপ্রাপ্ত জেলার ২৬ শিক্ষার্থীকে সংর্বধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আবদুল আজিজের সভাপতিত্বে এবং শহর সেক্রেটারি ইউসুফ আল গালিবের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর, সদর উপজেলা আমির হাফেজ আব্দুল আলিম, পৌর আমির হাফেজ গোলাম রাব্বানী, বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আবদুল মজিদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024