বুধবার, ৩০ Jul ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন

ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার উত্তর মালুকুর উপকূলে বুধবার (৫ ফেব্রুয়ারি) ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ভূতাত্ত্বিক সংস্থা এই তথ্য জানিয়েছে।

সামাজিক মাধ্যম এক্সে এক্স (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে সংস্থাটি জানায়, ভূমিকম্পটি ৮১ কিলোমিটার (৫০ মাইল) গভীরে ঘটেছে এবং এর ফলে সুনামির কোনো আশঙ্কা নেই। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। 

উল্লেখ্য, ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরের তথাকথিত ‘রিং অব ফায়া’ অঞ্চলে অবস্থিত, যা পৃথিবীর ভূত্বকের বিভিন্ন প্লেটের সংযোগস্থল। এ কারণে অঞ্চলটিতে ঘন ঘন ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024