বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন

শিরোনাম :

রাশিয়ায় ভূমিকম্পের পর জাপানে সুনামির আঘাত

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর জাপান ও যুক্তরাষ্ট্রের হাওয়াই সুনামির সতর্কতা জারি করেছে।

উত্তর জাপানের হোক্কাইডো অঞ্চলের হানাসাকি বন্দরে প্রথম সুনামি তরঙ্গ রেকর্ড করা হয়েছে যার উচ্চতা প্রায় ৩০ সেন্টিমিটার (প্রায় ১ ফুট)।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, সাধারণ ঢেউয়ের তুলনায় সুনামি ঢেউ অনেক বেশি শক্তিশালী হয়। মাত্র ৫০ সেন্টিমিটার উচ্চতার একটি সুনামি তরঙ্গের ধাক্কা ২০০ কেজি পর্যন্ত শক্তি সৃষ্টি করতে পারে, যা একজন পূর্ণবয়স্ক মানুষকেও ফেলে দিতে পারে।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, হোক্কাইডো থেকে ওয়াকায়ামা পর্যন্ত যেসব এলাকায় সুনামি সতর্কতা রয়েছে, সেসব এলাকার মানুষদের দ্রুত উঁচু স্থানে সরে যেতে হবে। উপকূল বা নদীতীরবর্তী এলাকায় অবস্থান না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, একটি সুনামি তরঙ্গের পর আরও তরঙ্গ আঘাত হানতে পারে এবং দ্বিতীয় তরঙ্গ অনেক সময় প্রথমটির চেয়ে বেশি শক্তিশালী হয়। এজন্য সতর্কতা তুলে না নেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয় সময় সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে ঢেউগুলো আঘাত হানার আশঙ্কা রয়েছে।এদিকে, হাওয়াইয়ের জরুরি ব্যবস্থাপনা বিভাগ কিছু উপকূলীয় এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। সেখানে সম্ভাব্য বিধ্বংসী ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে।

হাওয়াইয়ের কর্মকর্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে ‘সতর্ক অবস্থানে থেকে দ্রুত পদক্ষেপ নিতে’ আহ্বান জানিয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024