বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
উত্তর জাপানের হোক্কাইডো অঞ্চলের হানাসাকি বন্দরে প্রথম সুনামি তরঙ্গ রেকর্ড করা হয়েছে যার উচ্চতা প্রায় ৩০ সেন্টিমিটার (প্রায় ১ ফুট)।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, সাধারণ ঢেউয়ের তুলনায় সুনামি ঢেউ অনেক বেশি শক্তিশালী হয়। মাত্র ৫০ সেন্টিমিটার উচ্চতার একটি সুনামি তরঙ্গের ধাক্কা ২০০ কেজি পর্যন্ত শক্তি সৃষ্টি করতে পারে, যা একজন পূর্ণবয়স্ক মানুষকেও ফেলে দিতে পারে।
সংস্থাটি আরও জানিয়েছে, একটি সুনামি তরঙ্গের পর আরও তরঙ্গ আঘাত হানতে পারে এবং দ্বিতীয় তরঙ্গ অনেক সময় প্রথমটির চেয়ে বেশি শক্তিশালী হয়। এজন্য সতর্কতা তুলে না নেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে।
হাওয়াইয়ের কর্মকর্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে ‘সতর্ক অবস্থানে থেকে দ্রুত পদক্ষেপ নিতে’ আহ্বান জানিয়েছেন।