শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৬:১২ অপরাহ্ন

শিরোনাম :
নতুন ১৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার বিষয়ে ইসির গণবিজ্ঞপ্তি সারা দেশে নির্বাচনের জোয়ার বইছে, ফেব্রুয়ারিতেই ভোট : প্রেস সচিব লিবিয়া থেকে চলতি মাসে ফিরলেন ৯২৮ বাংলাদেশি ফ্যাসিবাদী গোষ্ঠী নৈরাজ্য সৃষ্টির করলে জনগণই প্রতিরোধ করবে : আইজিপি চলতি সপ্তাহেই যেসব এলাকার নামবে ১৫ ডিগ্রির নিচে তাপমাত্রা আত্মশুদ্ধি অবহেলিত ফরজ মামদানিকে আইএসের সঙ্গে জড়ানোর চেষ্টা করেছিলেন কট্টর ডানপন্থি মার্কিন প্রভাবশালীরা চুয়াডাঙ্গায় ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল সমাবেশ ঝিনাইদহ-২ আসনে আমাকে চূড়ান্ত সমর্থন দিতে বিএনপিতে আলোচনা চলছে:রাশেদ খান ফরিদপুর -বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২৫

আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ভূমিকম্প

ভারতের আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কাছে বঙ্গোপসাগরে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে।

এই ভূকম্পের উৎপত্তিস্থল ছিল সাগরের তলদেশের ১০ কিলোমিটার গভীরে। এতে রিপোর্ট লেখা পর্যন্ত প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনও তথ্য মেলেনি।

স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ১২টা ১১ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফল সিসমোলজি (এনসিএস)।

ভারতের কেন্দ্রীয় সরকার শাসিত আটটি অঞ্চলের মধ্যে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ অন্যতম। বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের সংযোগস্থলে অবস্থিত ৫৭২টি ছোট-বড় দ্বীপের সমন্বয়ে গঠিত এই দ্বীপপুঞ্জ। এসব দ্বীপের মধ্যে মাত্র ৩৮টিতে লোকজন বসবাস করে।

প্রসঙ্গত, ভৌগলিকভাবে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের অবস্থান বঙ্গোপসগারের সক্রিয় ভূমিকম্পপ্রবণ এলাকায়।

আন্দামান দ্বীপ অত্যন্ত সক্রিয় ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত, যার ফলে এই অঞ্চলটিতে ঘন ঘন ভূমিকম্প এবং সুনামির ঝুঁকি রয়েছে। দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরির অবস্থান আন্দামান নিকোবরের ব্যারেন দ্বীপে। সূত্র: হিন্দুস্তান টাইমস 

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025