সোমবার, ০৭ Jul ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন
মাসুদ সাঈদী বলেন, বিগত সরকারের আমলে ইসলাম চর্চার জন্য নানা স্থানে বাধা দেওয়া হতো। ইমামদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে জোর করে ব্যবহার করা হতো। তবে এখন আর তা হবে না।
তিনি আরও বলেন, ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় এ দেশের ইসলামপন্থীদের টেকসই ঐক্যের জন্য চেষ্টা করা হচ্ছে। যা কিছুই হোক না কেন, যত ষড়যন্ত্রই হোক না কেন-ইসলামী দলসমূহের নেতৃবৃন্দ যদি কেউ আলাদা না হন, তাহলেই ইসলামকে রাষ্ট্রক্ষমতায় আনা সম্ভব। আজকে বাংলাদেশের ওলামায়ে কেরামের হাতে অনেক বড় সুযোগ এসেছে। আমরা যদি এ সুযোগে ইসলামকে বিজয়ী করতে না পারি, তবে আগামী দিনে এ জাতি আলেম সমাজসহ ইসলামী দলগুলোর কাউকেই ক্ষমা করবে না। আজকের বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি হলো-ইসলামপন্থীদের ঐক্য। দেশবাসী আগামী নির্বাচনে প্রতিটি সংসদীয় আসনে ইসলামপন্থীদের একজন প্রার্থী, একটি বাক্স দেখতে চায়।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি পিরোজপুর জেলা শাখার সভাপতি মুফতি মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে এবং জেলার সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ, জাতীয় ইমাম সমিতির পিরোজপুর জেলার প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তাফাজ্জল হোসাইন ফরিদ, উপদেষ্টা জহিরুল হক, বরিশাল বিভাগীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামী, বরিশাল বিভাগীয় ইমাম সমিতির সেক্রেটারী হাফেয মাওলানা আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক মাওলানা হেমায়েত উদ্দিনসহ জেলা ইমাম সমিতির নেতৃবৃন্দ।