সোমবার, ০৭ Jul ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী গাজায় গণহত্যার বিরোধিতা: যুক্তরাজ্যে ৮৩ বছরের ধর্মযাজক গ্রেফতার লাগামহীন লুটপাট আওয়ামী লীগ আমলের বড় নির্দেশক : উপদেষ্টা আসিফ বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা শহীদ নারীযোদ্ধাদের পরিবার যেন হারিয়ে না যায়: উপদেষ্টা শারমিন হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ ইসলামি এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় আসার আহ্বান ড. ইউনূসের পাকিস্তানে ভবন ধসে নিহত বেড়ে ২১ ,ধ্বংসস্তূপে চলছে জীবিতদের সন্ধান গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত ৭৪০ জনেরও বেশি ফিলিস্তিনি

ইলেকটোরাল ভোটে রাষ্ট্রপতি নির্বাচনে যে শর্ত জামায়াতের

রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে জাতীয় ঐকমত্য কমিশন প্রস্তাব দিয়েছিল ইলেকটোরাল ভোটের সিস্টেম। যেখানে ইউপি সদস্য থেকে শুরু করে ৭০ হাজার জনপ্রতিনিধির ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। তবে স্থানীয় নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়, তাহলে জাতীয় ঐকমত্য কমিশনের এই প্রস্তাবে একমত হবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (১৮ জুন) এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন তাহলে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবের সঙ্গে আমরা একমত হবো। তবে সেখানে ভোটার ইউপি সদস্য পর্যন্ত যাবে নাকি ইউপি চেয়ারম্যান পর্যন্ত সীমিত রাখা হবে, এটা নিয়ে আমরা আলোচনার পক্ষে।

অতীতে যারা ক্ষমতায় ছিলেন স্থানীয় সরকার নির্বাচনে তাদের প্রতিনিধিরাই বেশি নির্বাচিত হতেন বলেও অভিযোগ তোলেন জামায়াতের নায়েবে আমির। তিনি বলেন, আমরা অতীতে দেখেছি, যে সরকারের অধীনে নির্বাচন হয় স্থানীয় সরকার নির্বাচনে তারাই নির্বাচিত হন (তাদের প্রতিনিধি)। সুতরাং এখানে ৭০ হাজার বা ৭০ লাখ লোকের (ভোটারের) কোনো ব্যবধান নেই। তাই আমরা বলেছি কেয়ারটেকার সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে। যেখানে ফেয়ার (নিরপেক্ষ) ইলেকশনের মাধ্যমে মেম্বাররা ইলেকটেড (নির্বাচিত) হবেন।

জাতীয় সংবিধানিক কাউন্সিলের বিষয়ে বেশিরভাগ রাজনৈতিক দলই নীতিগতভাবে ঐকমত্য পোষণ করেছে জানিয়ে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, অন্যান্য মডিউল ও ফাংশনাল বিষয় নিয়ে আলোচনা শেষ হয়নি। যেসব বিষয়ে দ্বিমত থাকবে এ বিষয়গুলো নোটসহ গণভোটের জন্য দিয়ে দেওয়া উচিত হবে। জনগণই এসব ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, আশা করি এখানে আমরা সবাই যে কমিটমেন্ট (মতামত) দিচ্ছি এবং জুলাই চার্টার (সনদ) হবে আমরা সেখানে সিগনেচার (সই) করবো। যারাই ক্ষমতায় যাবেন, আমরা যাই বা অন্য কেউ যায় আমরা এই কমিটমেন্ট রক্ষা করবো।

আলোচনায় অংশ নেয় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, নাগরিক ঐক্য, সিপিবি, এবি পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

Please Share This Post in Your Social Media

১২

আন্তর্জাতিক ইসলামী সংগঠন ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) রাজধানীতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিজ্ঞাপন বিজ্ঞাপন সভায় ইন্দোনেশিয়ার ‘প্রসপারাস জাস্টিস পার্টি’র কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও সংসদীয় দলের প্রধান ড. এইচ. জাজুলি জুওয়াইনি এবং একই দলের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সেক্রেটারি জেনারেল ড. দানাং আজিজ আকবারোনা উপস্থিত ছিলেন। এছাড়াও মালয়েশিয়ার এশিয়ান ফোরাম ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট (AFPAD)-এর চেয়ারম্যান ড. সৈয়দ আজমান বিন সৈয়দ আহমাদ নওয়াবি, জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্রন্ট (JDF)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য এবং International Institute of Advanced Islamic Studies-এর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কর্মকর্তা মোহাম্মদ ফাইয বিন মোহাম্মদ নওয়ি সভায় অংশ নেন। এছাড়া, বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহদ শুহাদা বিন ওসমানও সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞাপন বিজ্ঞাপন সভায় অংশগ্রহণকারী প্রতিনিধিরা মুসলিম বিশ্বের ছাত্র ও যুবসমাজের অভিন্ন স্বার্থ, শিক্ষাব্যবস্থা, উচ্চশিক্ষা, গবেষণা এবং নেতৃত্ব বিকাশে যৌথ কার্যক্রম ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা বিশ্বাস করেন, একযোগে কাজ করলে মুসলিম তরুণ সমাজকে আধুনিক ও নৈতিক নেতৃত্বের দিকে এগিয়ে নেওয়া সম্ভব। Jagonews24 Google News Channel জাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল। সভায় ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দামসহ কেন্দ্রীয় সেক্রেটারিয়েটের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

© All rights reserved © 2024