সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
নামের আগে ডাক্তার লিখতে চাইলে মেডিকেলে ভর্তি হয়ে পাঁচ বছর ডাক্তারি পড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেন, পাঁচ বছর পড়ার পর ডাক্তার লিখলে কারো আপত্তি থাকবে না। এখন আপনি মেধায় মেডিকেলে ভর্তি হতে পারবেন না, ডাক্তারি না পড়ে বলতে চাইবেন, আমাকে নামের পূর্বে ডাক্তার লিখতে হবে। এটা আমি মনে করি, যুক্তিসঙ্গত কোনো চাহিদা না।
সোমবার ঢামেক অডিটোরিয়ামে ‘রমজানের তাৎপর্য শীর্ষক’ এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ডিএমএফ যদি ডাক্তারের চেয়ে সম্মানের কোনো শব্দ আবিষ্কার করতে পারেন, সেটা আপনাদের সঙ্গে লেখেন এতে ডাক্তাররা কোনো আপত্তি করবে না। কিন্তু আপনিও ডাক্তার লিখবেন আমিও ডাক্তার লিখবো মানুষ এতে বিভ্রান্ত হয়ে যাবে, কোনটা আসল ডাক্তার, কোনটা আধা ডাক্তার এবং কোনটা ডাক্তার না। ডাক্তার শব্দ নিয়ে টানাটানি করা বোধ হয় ঠিক হবে না। সুতরাং আপনারা একসাথে বসেন, শোনেন এবং যুক্তিসঙ্গত কিছু হলে মেনে নিন।
চিকিৎসকদের পদায়নের-পদোন্নতির বিষয়ে বলেন, স্বাস্থ্য খাতে অনেক বড় বড় দুর্নীতি হয়। চিকিৎসকদের বদলি ও পদায়ন স্বয়ংক্রিয় পদ্ধতিতে আ্যপের মাধ্যমে বদলি ও পদায়ন দিতে হবে। তাহলে যার যখন প্রমোশন হওয়ার দরকার, যার যেদিন হওয়ার, অটোমেটিক হয়ে যাবে।
প্রধান অতিথির বক্তব্যে ডা. তাহের বলেন, ঢাকা মেডিকেল কলেজে এতে বড় আয়োজনে আগে আসার মতো পরিবেশ ছিল না, হয়নি। তাই এনডিএফকে কৃতজ্ঞতা জানাচ্ছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল ও ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ও এনডিএফ সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম।এ সময় আরও উপস্থিত ছিলেন ইবনে সিনা মেডিকেল কলেজে অধ্যক্ষ ডা. সাজেদ আব্দুল খালেক, বিএসএমএমইউ বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. গোলাম ফারুক, ঢামেকের ড্যাবের সাবেক নির্বাচিত জিএস মাহমুদ আল নোমান, অধ্যাপক মোখতার আহমেদ।