বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন
পটুয়াখালীর বাউফল উপজেলার তেতুলিয়া নদীতে মাছ ধরা অবস্থায় লঞ্চের ধাক্কায় ইঞ্জিনচালিত নৌকায় থাকা মো. সেন্টু প্যাদা (৫০) নামে এক জেলে নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তেঁতুলিয়া নদীর মমিনপুর পয়েন্ট থেকে সেন্টু প্যাদার লাশ উদ্ধার করেছে কালাইয়া বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা। সেন্টু প্যাদা পেশায় একজন জেলে। তাঁর বাড়ি উপজেলার কেশবপুর ইউনিয়নের উত্তর মমিনপুর গ্রামে।
তাঁর বাবার নাম মো. আওলাদ প্যাদা।
কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. আবু বক্কর সিদ্দিক জানান, ‘ধারনা করা হচ্ছে নদীতে মাছ ধরতে গেলে লঞ্চের ধাক্কায় আহত হয়ে পানিতে তলিয়ে যান সেন্টু প্যাদা। সকালে ক্ষতিগ্রস্ত ইঞ্জিন চালিত নৌকার নিচ থেকে জালে পেচানো অবস্থায় সেন্টু প্যাদার লাশ উদ্ধার করা হয়। লঞ্চটি শনাক্তের চেষ্টা চলছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।