শনিবার, ০৫ Jul ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন

শিরোনাম :
দুর্নীতি বন্ধ হলে স্বনির্ভর হতে সময় লাগবে না: রেজাউল করিম ঐকমত্য কমিশনে সিদ্ধান্ত হলে নারী আসনে প্রার্থী দেবে জামায়াত আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন : নাহিদ নতুন আইন কোনোভাবেই প্রেস ফ্রিডমে হস্তক্ষেপ করবে না: প্রেস সচিব কারা নির্বাচনে অংশ নিতে পারবেন না, জানালেন অ্যাটর্নি জেনারেল ‘দারিদ্র্য, বেকারত্ব ও পরিবেশ বিপর্যয় মোকাবিলায় সামাজিক ব্যবসার মডেল গ্রহণ করতে হবে’ প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে : ধর্ম উপদেষ্টা দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ফ‍্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ লজ্জায় মাথা নিচু করে থাকলাম, কিছুই বলতে পারলাম না: শিবির সভাপতি

মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৯

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় মাদক ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ৯ জন আহত হয়েছেন। তারা হলেন- মো. জয় (২২), মো. রাব্বি (২৮), মো. লিটন (২৭), মো. সাগর (১৭), মো. সোহাগ (২৪), মো. অনিক (২৪), মো. ফারুক (২৫), মো. আরিফ (১৮) ও মো. ওয়াসিম (১৮)। এদের মধ্যে মো. জয়কে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।রোববার (২ মার্চ) দিনগত রাত সোয়া ২টার দিকে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের ৯ জনকে রাত ৪টার দিকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা শেষে ৮ জনকে ছেড়ে দেওয়া হয় ও ১ জনকে ভর্তি করা হয়।যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হুমায়ুন আহমেদ জানান, আমরা গতরাতে খবর পাই, কাজলা স্কুল গলি এলাকায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা চলছিল। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে নয়জনকে আটক করি। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। আটজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিয়ে যায়। পরে জয় নামের একজনকে পুলিশ পাহারায় ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। তাদের সবার বাসা কাজলার স্কুল গলি এলাকায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024