রবিবার, ২০ Jul ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
শনিবার ঢাকায় সমাবেশ- বিপুল সমাগমে দুর্ভোগের আশঙ্কায় জামায়াতের আগাম দুঃখ প্রকাশ ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে ‘ডেভিল রানি:সোহেল তাজ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন শারমিন আহমদ ও সোহেল তাজ জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান কারণ ছিল বেকারত্ব : আসিফ মাহমুদ গোপালগঞ্জে কারফিউ অব্যাহত থাকবে: স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবসায়ী সোহাগ হত্যা: তিন আসামির স্বীকারোক্তি তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের দুঃসাহস দেখাবেন না : মীর হেলাল নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুঃসাহস মোকাবেলা করতে হবে: গোলাম পরওয়ার নির্বাচন নিয়ে তলে তলে গভীর ষড়যন্ত্র চলছে : রিজভী গণঅভ্যুত্থান হয়েছিল ডেমোক্রেসির জন্য, চলছে মবোক্রেসি : সালাহউদ্দিন আহমদ

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দখলদারত্ব বন্ধ হবে: নজরুল ইসলাম

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন হলে দেশে কালো টাকার ছড়াছড়ি, দখলদারত্ব ও ফ্যাসিবাদী দমননীতি বন্ধ হবে। এ পদ্ধতিই জনগণের প্রকৃত রায় প্রতিফলিত করতে সক্ষম এবং ভোটারদের মূল্যায়ন নিশ্চিত করবে।

কেন্দ্র ঘোষিত জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার (৪ জুলাই) পতেঙ্গায় এক মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নজরুল ইসলাম বলেন, চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) যেন জুলাই আন্দোলনের শহীদ ফারুক হোসেনের নামে নামকরণ করা হয়। একজন শহীদের আত্মত্যাগকে রাষ্ট্রীয় সম্মান দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। শহীদদের নাম শুধু স্মরণ নয়, রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে ইতিহাসের পাতায় স্থায়ীভাবে সংরক্ষণ তথা জুলাই সনদপত্র ঘোষণা করতে হবে।

তিনি বলেন, জুলাই আমাদের জন্য শুধু শোকের নয়, সংগ্রামেরও মাস। তাই দেশে সুশাসন, ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক সমাজ গড়তে হবে। সেই লক্ষ্যেই আসন্ন জাতীয় নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে খাবার বিতরণ কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য দেন- চট্টগ্রাম মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, চসিকের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম-১১ সংসদীয় আসনে জামায়াতে ইসরামী মনোনীত প্রার্থী মো. শফিউল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরীর সেক্রেটারি আবু তালেব চৌধুরী, নজির হোসেন, পতেঙ্গা থানা জামায়াতের সেক্রেটারি বেলাল হাছন, ৪০ নম্বর পতেঙ্গা ওয়ার্ড জামায়াতের আমির মোহাম্মদ ইউসুফ, শ্রমিক নেতা মোহাম্মদ মঈনুদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024