বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
সরকারের পছন্দের ব্যক্তিদের রাজস্ব ফাঁকি রোধে এনবিআর বিলুপ্ত হচ্ছে: প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা ক্ষমতা আঁকড়ে রাখতে বিশ্বের সব নিষ্ঠুরতা ছাড়িয়ে গেছেন হাসিনা: প্রধান উপদেষ্টা অর্থনীতির সবখানেই জিয়াউর রহমানের স্পর্শ রয়েছে: রিজভী মাসউদের ওপর হামলার ঘটনায় বিএনপির লজ্জিত হওয়া উচিত: সারজিস আলম হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় এনসিপির বিক্ষোভ ঈদের কেনাকাটা নিরাপত্তা শঙ্কায় মধ্যরাতে ক্রেতা কম স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা তামিমের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার ও বিসিবি ইতেকাফের সময় প্রয়োজনীয় বেচাকেনা করা যাবে?

সাইফুল আলম খান মিলন জনগণের অধিকার প্রতিষ্ঠায় কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে

জনগণের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশকে কল্যাণরাষ্ট্রে পরিণত করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন।

শনিবার (১ মার্চ) সকালে রাজধানীর রমনা মডেল স্কুল অ্যান্ড কলেজে হাতিরঝিল থানা জামায়াত আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পবিত্র রমজান উপলক্ষে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতিরঝিল থানা জামায়াতের আমির ইউসুফ আলী মোল্লা। হাতিরঝিল থানা জামায়াতের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসাইন এবং ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার। উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য গোলাম মাওলা, আকতার হোসাইন, শামীম হোসাইন, ওয়ার্ড সভাপতি আব্দুল বাশির প্রমুখ।সাইফুল আলম খান মিলন বলেন, মূলত রমজান মাস আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এ মাসেই আমাদের জীবনের বার্ষিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। আজ আমরা প্রান্তিক শ্রেণির মানুষের মধ্যে যৎসামান্য হাদিয়া নিয়ে উপস্থিত হয়েছি। এটা আমাদের পক্ষ থেকে দান নয়, বরং এটা আপনাদের অধিকার। কিন্তু আমাদের সাধ অনেক হলেও সাধ্য খুবই সীমিত।তিনি বলেন, জনগণের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাসহ সব সমস্যা সমাধানের দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু এখন পর্যন্ত যারা ক্ষমতায় তারা জনগণের সমস্যার সমাধান না করে লুটপাটে ব্যস্ত থেকেছেন। অন্তর্বর্তী সরকারও এক্ষেত্রে পুরোপুরি সফল হয়নি। তাই জনগণের অধিকারের নিশ্চয়তা দিতে হলে দেশকে ইসলামি আদর্শের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024