বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন
কমিটিতে আছেন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সাত কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রতিনিধিরা।
বৃহস্পতিবার বিকেল সোয়া চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ কমিটি ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণার বিষয়ে আবু বাকের মজুমদার বলেন, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ও সকল বিশ্ববিদ্যালয় পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া একটি দীর্ঘ প্রক্রিয়া।
গতকাল বুধবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে হওয়া হট্টগোল নিয়ে আবু বাকের মজুমদার বলেন, বুধবারের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। সেখানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি তৃতীয় পক্ষ ভুলবোঝাবুঝি ও হট্টগোলের সৃষ্টি করে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে, রিফাত রশীদের স্থানে বর্তমানে সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে যুক্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল মাসনুন।
রিফাত রশীদ ইস্যুতে আবু বাকের মজুমদার বলেন, কেন্দ্রীয় কমিটিতে রিফাতের নাম ঘোষণা করা হয়েছিল।
ক্যাম্পাসে ছাত্ররাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, আমরা বলেছি ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ চাই, ছাত্র রাজনীতি নয়। ছাত্ররাজনীতি মানে গেস্টরুমের নির্যাতন বা বাধ্যতামূলক প্রোগ্রাম করানো নয়। এখানে নতুন করে কারো ছাত্রলীগ হয়ে ওঠার সুযোগ নেই।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে হট্টগোলের বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হয়ে নাঈম আবেদীন বলেন, গতকাল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব থাকছে না বলে বিভ্রান্তি ছড়ানো হয়েছিল।
এ সময় তিনি সরকারি-বেসরকারি-জাতীয় বিশ্ববিদ্যালয়, মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের এক থেকে সকল ষড়যন্ত্র নস্যাৎ করার আহ্বান জানান। জুলাই অভ্যুত্থানের দিনগুলোর মতো সকল প্রতিষ্ঠান এখনো এক আছে বলে জানান তিনি।