বুধবার, ০২ Jul ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন

এবার সিএনজিচালিত অটোরিকশা চালকদের ১৩ দফা দাবিতে বিক্ষোভ

এবার সিএনজিচালিত অটোরিকশা চালকরা ১৩ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ করে ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ।

ঢাকায় নতুন করে ১৫ হাজার, চট্টগ্রামে ১০ হাজার সিএনজিচালিত অটোরিকশা বরাদ্দ দেওয়া ও রাস্তায় ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধসহ ১৩ দফা দাবিতে এ বিক্ষোভ সমাবেশ হয়।

দাবি মেনে না নেওয়া হলে আগামী ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেন তারা।

বিক্ষোভ সমাবেশ শেষে শ্রমিকদের একটি প্রতিনিধিদল সচিবালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেয়। 

ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মো. রুহুল আমিন মুন্সী বলেন, সড়ক পরিবহন আইন থেকে শ্রমিক স্বার্থবিরোধী সব ধারা বাতিল করতে হবে। মালিকদের জমা ৯০০ টাকার বদলে ৮০০ টাকা নির্ধারণ করতে হবে। জমা বৃদ্ধির ষড়যন্ত্র বন্ধ করতে হবে।

 

রাস্তায় ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন দুলাল বলেন, আন্দোলন করেই দাবি আদায় করতে হবে। দাবি আদায়ের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান তিনি।

গত রবিবার ঢাকার বিভিন্ন রাস্তায় সিএনজিচালিত অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। অবরোধ চলাকালে গ্যাস বা পেট্রলচালিত ৪ স্ট্রোক থ্রি-হুইলার যান (অটোরিকশা) মিটারে না চললে চালকের জরিমানা সম্পর্কিত বিআরটিএ’র সাম্প্রতিক নির্দেশনা বাতিল করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024