শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন
সোমবার দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজে এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়েছে, আসামি সাদেক খানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে অর্জিত ৭ কোটি ৩০ লাখ ২০ হাজার ৬৬৪ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করে নিজ দখলে রাখার অভিযোগ রয়েছে।
আবেদনে আরও বলা হয়, সাদেক খানের নামে অর্জিত অস্থাবর সম্পদ হস্তান্তর, স্থানান্তর বা অন্য কোন পন্থায় মালিকানা পরিবর্তন ও হস্তান্তর করে দেশের বাইরে গিয়ে আত্মগোপনের আশঙ্কা রয়েছে। তাই তদন্তের স্বার্থে এসব অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণের আদেশ দিতে আদালতের কাছে আবেদন জানানো হয়।