শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন

দেশের সব জায়গায় চাঁদাবাজি হচ্ছে: ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, শুধু পরিবহন টার্মিনাল নয়, দেশের সব জায়গায় চাঁদাবাজি হচ্ছে। তবে তিনি উল্লেখ করেছেন, কে এই চাঁদাবাজি করছে তা তিনি সরাসরি বলতে পারবেন না। তিনি বলেন, “আমরা তো অনুসন্ধান করি না, অনুসন্ধান করেন সাংবাদিকরা। ”

সোমবার (১০ নভেম্বর) বেলা পৌনে ১১টায় চট্টগ্রাম বন্দরের বে টার্মিনালে নতুন পরিবহন টার্মিনাল উদ্বোধনের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।

এর আগে সকাল সাড়ে ৯টায় তিনি লালদিয়া কনটেইনার টার্মিনাল উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, দেশের স্বার্থের ক্ষতি করে কাউকে বন্দর অপারেশন করতে দেওয়া হবে না।

বন্দর ট্যারিফ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, “ট্যারিফ বাড়ানোর আগে ব্যবসায়ীসহ বন্দরের সব স্টেকহোল্ডারদের সঙ্গে আমরা কথা বলেছি। শ্রমিকদের সঙ্গেও কথা বলেছি।

কিন্তু এখন শ্রমিকরা বলছেন, তাদের সঙ্গে কথা হয়নি। ”উপদেষ্টা আরও জানান, “১৯৮৪ সালের ট্যারিফের ভিত্তিতে ৪০ বছর ধরে বন্দর চলছিল। ৪০ বছর পর বন্দর কর্তৃপক্ষ তাদের ট্যারিফ হালনাগাদ করেছে। তারপরেও ব্যবসায়ীদের অভিযোগ এসেছে, সেই বিষয়গুলো পর্যালোচনার জন্য বন্দর কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025