Editor Panel
- ১১ অক্টোবর, ২০২৫ / ৫২ Time View
গুম কমিশনের প্রত্যেক সদস্যের কাছে এই জাতি ঋণী থাকবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
পোস্টে তিনি লিখেন, গুম কমিশনের প্রত্যেক সদস্যের কাছে এই জাতি ঋণী থাকবে। অসাধারণ ডিটারমিনেশন আর সিনসিয়ারিটি নিয়ে তারা হাসিনারেজিমের গুম চক্রের ভেতরের ইতিহাস তুলে এনেছেন।
এটা দেখে কি মনে হয় বাংলাদেশে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক এন্টারপ্রাইজ হিসাবে অপারেট করছিলো?পোস্টে তিনি আরও লিখেন, দুয়েকজনকে বলতে শুনি আওয়ামী লীগকে তার অধিকার ফিরিয়ে দিতে হবে। তারা যদি একটু খুলে বলতেন কোন অধিকার! গুম করার? খুন করার? লুট করার? ভোট ছাড়া অনন্তকাল ক্ষমতায় থাকার? লাইলাতুল ইলেকশনের? সার্বভৌমত্ব কমপ্রোমাইজ করার?